BRAKING NEWS

রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় একগুচ্ছ বদল আনছে ভারতীয় রেল

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : উত্সবের মরসুমে যাত্রীদের আরও সুবিধা দিতে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় একগুচ্ছ বদল আনছে ভারতীয় রেল | ক্যাটারিংয়ের জন্য ট্রলি, নম্র ও ইউনিফর্ম পরিহিত কর্মী, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, বিনোদনের বন্দোবস্ত করা হচ্ছে| যার জন্য খরচ হবে২৫ কোটি টাকা| আগামী অক্টোবর মাস থেকেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে এই বদল দেখা যাবে| ভারতীয় রেলের পক্ষ থেকে পরিষেবা উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে |
উত্সবের মরসুমে যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ আনতে ১৫টি রাজধানী এবং ১৫টি শতাব্দী এক্সপ্রেসে এই বদল আনার কাজ শুরু করেছে ভারতীয় রেল| পরিষেবা উন্নত করার জন্য বেছে নেওয়া ১৫টি রাজধানী এক্সপ্রেসের মধ্যে আছে- হাওড়া, মুম্বই, পটনা, রাঁচি, ভুবনেশ্বর | শতাব্দী এক্সপ্রেসের মধ্যে রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি, নয়াদিল্লি-চণ্ডীগড়, নয়াদিল্লি-কানপুর, আনন্দবিহার-কাঠগোদাম|
রেলের এক আধিকারিক বলেছেন, যাত্রীরা দীর্ঘদিন ধরেই ক্যাটারিংয়ের অব্যবস্থা, ট্রেন ঠিক সময়ে গন্তব্যে না পৌঁছনো, অপরিচ্ছন্ন শৌচাগার সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন| সেই কারণেই রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের পরিষেবায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| পরিষেবা উন্নত করার পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে| কর্মীদের নতুন ইউনিফর্মের ডিজাইন তৈরি করা হয়েছে| যাত্রীরা সিনেমা, সিরিয়াল দেখা ছাড়াও গান শুনতে পারবেন| তিন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *