BRAKING NEWS

রাজনৈতিক হিংসায় মন্দিরনগরীতে উত্তেজনা, চার সিপিআইএম ক্যাডারের থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ জুন৷৷ বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি করার অপরাধে বাড়িতে ভাঙচুর করল কয়েকজন দুসৃকতী৷ ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর থানার গকুলপুর রাঙ্গামাটি পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে৷ ঘটনা ঘটে রাত পৌণে ১১ টা নাগাদ দুলাল দাসের বাড়িতে৷ পেশায় রিক্সা চালক দুলাল দাস৷ প্রতিদিনের মতো দুলাল দাস রিক্সা নিয়ে দৈনিক পরিশ্রম করে রাতে ছেলে স্ত্রী নিয়ে খাওয়া দা্যয়া করে ঘুমিয়ে পড়েন৷ হঠাৎ রাত পৌণে ১১টা নাগাদ বাড়ির টিনের বাউন্ডারী ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় মেরে ফেলার৷ ছেলে ও স্ত্রীকে নিয়ে ঘরের দরজা খুলতেই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে এলাকার চার যুবক৷ মারধর শুরু করে স্ত্রী শেফালী দাস এবং ছেলে তাপস দাস ও বিপুল দাসকে৷ স্ত্রী শেফালী দাসকে প্রচন্ড মারধর করা হয়৷ পরনের কাপড়ও ছিড়ে ফেলে ঐ দুসৃকতীরা৷ দুলাল দাসের স্ত্রী শেফালী দাস আত্মরক্ষার জন্য আর কে পুর থানায় রাত একটায় ছুটে যায়৷
তিনি অভিযোগ করেন, চারটি মোটর বাইক নিয়ে আটজন সিপিএম সমর্থীত কর্মী বাড়িতে হামলা চালায়৷ তারা প্রত্যেকেই সিপিএম দলের ক্যাডার৷ তারা হুমকি দিয়েছে আগামীদিনে বিজেপির মিটিং মিছিলে গেলে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলা হবে৷ এদিকে, ঘটনাটি বিজেপি নেতাদের কাছে পৌঁছতেই শুক্রবার সকালে ব্যাপক তৎপরতা৷ দলের স্থানীয় নেতারা দুলাল দাসের বাড়িতে যান৷ কয়েকশ বিজেপি কর্মী সেখা পৌঁছে৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন আর কে পুর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ বিজেপির কর্মীরা সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক অবরোধ করার৷ পুলিশ আশ্বাস দেয় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷ অভিযুক্তরা হল, বিভাষ চক্রবর্তী, কিংকর চক্রবর্তী, বিশ্বজিৎ চন্দ, গৌতম দাসকে গ্রেপ্তার করার আশ্বাস দেয়৷ আশ্বাস পেয়ে বিজেপি কর্মীগণ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ রাঙামাটি থেকে জাতীয় সড়ক ধরে আর কে পুর থানা, উদয়পুর মহিলা থানা এবং জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি৷
এদিকে, বিজেপির আন্দোলন এবং গ্রেপ্তারের আশ্বারের মান রেখে অভিযুক্ত সিপিএমের চার ক্যাডার থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ অন্যদিকে বিকেলে রাঙামাটি এলাকায় এবং গকুলপুর এগ্রিকালচার চৌমুহনীতে সিপিএম কর্মীরা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ তাদের দাবি অপপ্রচার করে সিপিএম কর্মীদের মিথ্যা মমালায় ফাসানো হয়েছে৷ সিপিএমের মিছিল শেষ হওয়ার পর পাল্টা মিছিল করে বিজেপি৷ বিজেপির অভিযোগ আত্মসমর্পণকারী চার সিপিএম ক্যাডারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেই থানা থেকে ছেড়ে দিয়েছে৷ অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বিজেপি বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *