BRAKING NEWS

দৃষ্টিহীন ছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে সরব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলির এয়ারপোর্ট থানায় ধর্না, মিছিল, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ত্রিপুরা দৃষ্টিহীন সুকলের ছাত্রাবাসে একটি কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র

দৃষ্টিহীন সুকলের ছাত্ররা পথ অবরোধ করে (ডানে)৷ শুক্রবার তোলা ছবি নিজস্ব৷

করে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে৷ প্রয়াতের সহপাঠী এবং বিরোধী দল বিজেপি এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে৷ তৃণমূল ছাত্র পরিষদও এই ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে৷ পুলিশ জানিয়েছে, সুকলের ছাত্রাবাসের বারান্দার কাছে রাকেশ শুক্ল দাসকে (১৭) আজ সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে৷ দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে৷ আর এই বিষয়টি নিয়ে সংশয়ের সৃষ্টি হয়৷ কারণ অন্ধ কিশোরের পক্ষে একা ঐ উঁচু স্থানে দড়ি বেঁধে কারোর সাহায্য ছাড়া ঝুলে পড়া অসম্ভব৷ ঘটনার ঘবর পেয়ে বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধরের নেতৃত্বে কর্মীরা দৃষ্টিহীন সুকলে ছুটে যান৷ পরে সুনীল দেওধর অভিযোগ করেন, ‘‘বিদ্যালয়ের কর্তৃপক্ষ আগেই উপস্থিত সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেয় পরে বিজেপি কর্মীরাও বাধাপ্রাপ্ত হয়’’৷ তিনি জানান, ‘‘খবরটি ছড়িয়ে পড়তেই বিদ্যালয় এবং হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রদের উপর মুখ না খোলার জন্য শারীরিক নির্যাতন শুরু করে৷ ইতিপূর্বেই প্রায় প্রতিদিন এই প্রতিদিন এই বিদ্যালয়ের আবাসিকদের সঙ্গে দৈহিক এবং মানসিক নির্যাতন হত’’৷ বিজেপি অভিযোগ করেছে এটি সম্পূর্ণভাবে একটি হত্যাকাণ্ড এবং মৃতদেহের গায়ে আচরের দাগ রয়েছে৷ কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ ময়নাতদন্ত না করেই মৃতদেহ পরিবারের লোকজনের হাতে শেষ কৃত্যের জন্য তুলে দেওয়ার চেষ্টা করছিল৷ তবে চাপে পরে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ এদিকে পুলিশ জানিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করছে৷ নরসিংগড় দৃষ্টিহীন বিদ্যালয়ের শিক্ষক সুব্রত রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে৷
এদিন তৃণমূল ছাত্র পরিষদও এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ডেপুটেশন দিয়েছে৷ প্রকৃত রহস্য উন্মোচন এবং কেউ দোষী হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিষদ৷ পরিষদের নেতা ভিকি প্রসাদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানার ওসি এবং পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে৷ ঘটনার তদন্তে যেন নিরপেক্ষতা বজায় থাকে সেই দাবি জানানো হয়েছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি আশ্বস্ত করেছেন, পুলিশ নিরপেক্ষভাবেই এই ঘটনার তদন্ত করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *