নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২০ জুন৷৷ সামান্য বাতাস ও বৃষ্টিতে দিনের পর দিন বিদ্যুৎ এর দেখা পাওয়া যায় না৷ ছেলে মেয়েদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে৷ গরমে কচিকাঁচাদের নাজেহাল অবস্থা৷ এই নরক যন্ত্রনা থেকে পরিত্রানের জন্য ইন্ধিরা চৌমুহনির জনগণ বাধ্য হয়ে বিশালগড় বক্সনগর সড়ক আজ বিকাল চারটায় অবরোধ করে৷ ফলে উভয় দিকে শত শত যানবাহন আটকে পড়ে৷ খবরে জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত ইন্ধিরা চৌমুহনী এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই৷ বিদ্যুৎ অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করলেও তা সারাইয়ের কোন উদ্যোগ নেয় না বলে এলাকাবাসীর অভিযোগ৷
তাদের অভিযোগে আরো জানা যায় প্রতিদিন প্রায় ১৩/১৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না৷ জাঙ্গালিয়া সাবস্টেশনের সাথে যোগাযোগ করলে তারা মেইন পাওয়ার নেই নতুবা স্থানীয় কোন সমস্যার অজুহাত দেখান বলে অভিযোগ৷ স্থানীয় কল অফিসের কর্মীরাও কর্মী স্বল্পতার অজুহাতে সমস্যা সমাধান করেনা৷ বিগত চার দিন ধরে ইন্ধিরা চৌমুহনীর ট্রান্সফরমার বিকল হয়ে আছে৷ খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্তাদের৷ কিন্তু ট্রান্সফর্মার সারাইয়ের কোন উদ্যোগ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷ বিদ্যুৎ চপলতা ও ৪ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় এই এলাকায় ছেলে মেয়েদের পড়াশুনা ভীষণ ভাবে বিঘ্নিত হচ্ছে৷ তাছাড়া বিভিন্ন সুকলে এখন পরীক্ষা চলছে ফলে ছাত্র ছাত্রীরা ভাল ভাবে প্রস্তুতি নিতে পারছে না৷ গরমের সময় কচিকাঁচাদের অবস্থা নাজেহাল হয়৷ তাই বাধ্য হয়ে এলাকাবাসী বিশালগড় বক্সনগর সড়কটি অবরোধ করে৷ দুদিকে শত শত যানবাহন আটকে পরে৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ বিশালগড় বিদ্যুৎ নিগমের এক কর্তা আগামীকাল সকাল ৮টার মধ্যে নতুন ট্রান্সফর্মার লাগানো হবে এবং বিদ্যুৎ চপলতা বন্ধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ৷ আগামীকাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন যাবে বলে হুশিয়ারি দেয় এলাকায় জনগণ৷
2017-06-21

