BRAKING NEWS

রাজস্থানে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ৭, আহত ৪

জয়পুর, ১৭ জুন (হি.স.): রাজস্থানের আলওয়ার জেলায় ডাম্পার ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃতু্য হল ৪ জনের| শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার মান্ধান থানা এলাকায়| দুর্ঘটনায় মৃত ৪ জনের নাম হল, প্রকাশ চন্দ জাট (৫০), নভীন জাট (১৮), টেন সিং জাট (৪০) এবং পঙ্কজ জাট (২৭)|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দিল্লি থেকে ঝুনঝুনুতে ফিরছিলেন তঁারা| মান্ধান থানা এলাকায় ডাম্পার ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন| মৃতদেহ গুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে ডাম্পারের চালক|

এদিকে, শুক্রবার গভীর রাতে রাজস্থানের বিকানের-এ ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন| শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিকানের-এর বিচ্ছ্বল এলাকায়| সার্কেল অফিসার সদর রাজেন্দ্র সিং জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্তরা| রাতের অন্ধকারে বিচ্ছ্বল এলাকায় ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘাটনাস্থলেই প্রাণ হারান ৩ জন| গুরুতর আহত অবস্থায় ৪ জনকে পিবিএম গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় মৃত ৩ জনের নাম হল, কালু সিং (৩২), সোহন সিং (৩০) এবং মহাবীর সিং (১৯)| আহত হয়েছেন দীওয়ান সিং (২১), ফতেহ সিং (২১), রেওয়ান্ত সিং (২২) এবং অঁাখে সিং (৪০)| কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP22812240
Indian National Congress - INC881199
Janata Dal (Secular) - JD(S)4812
Samajwadi Party - SP36137
Telugu Desam - TDP8816
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT769
Communist Party of India (Marxist) - CPI(M)134
Aam Aadmi Party - AAAP123
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC28129
Dravida Munnetra Kazhagam - DMK14822
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP257
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP314
Rashtriya Janata Dal - RJD314
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP022
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL011
Asom Gana Parishad - AGP011
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM011
Biju Janata Dal - BJD011
Shiromani Akali Dal - SAD011
Rashtriya Loktantrik Party - RLTP011
Bharat Adivasi Party - BHRTADVSIP011
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK011
Apna Dal (Soneylal) - ADAL011
AJSU Party - AJSUP011
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM011
Independent - IND617
Total50043543