মজুরীর জন্য পথ অবরোধ কাকড়াবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রেগার মজুরী না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা পথ অবরোধ আন্দোলনে সামিল হলেন৷ ঘটনা কাকড়বন পুরান বাজারে৷ বৃহস্পতিবার দুপুরে রেগা শ্রমিকরা উদয়পুর-সোনামুড়া সড়কের কাকড়বান পুরান বাজারে পথ অবরোধ করেন৷ শ্রমিকদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতে বার বার যোগাযোগ করা হলে আজ নয় কাল মজুরী দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়৷ কিন্তু, মজুরী আর মিলছে না৷ তাই বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন তারা৷ ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ সেই সাথে সাধারণ প্রশাসনের আধিকারীকরাও৷ তারা আশ্বাস দেন খুব শীঘ্রই মজুরী প্রদান করা হবে৷ এই আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন৷