BRAKING NEWS

বালি মাফিয়াদের দৌরাত্ম, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বালি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ট মোহনপুরবাসী৷ প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে৷ এর প্রতিবাদে সারা ভারত কৃষক সভার নেতা ও কর্মীরা মোহনপুর-সিমনা সড়ক অবরোধে বসেন৷ সকাল নয়টা থেকে শুরু হয় অবরোধ৷ তাদের দাবী অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে হবে৷ রাস্তা অবরোধের ফলে দুই দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ স্থানীয় চাষী সহ সোনাই নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ বালি তোলার ফলে নদীগর্ভে বিলিন হচ্ছে আবাদী কৃষিজমি৷ বাড়িঘর নদীর জলের তোড়ে ভেসে যাচ্ছে৷ এমনকি সোনাই নদীর উপর লোহার ব্রিজটি মরণফাঁদে পরিণত হলেও সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ মোহনপুর মহকুমার সীমনা সড়ক থেকে যুক্ত হয়ে মনতলা-সোনারাম-দাইগ্যাবাড়ি সড়কের মনতলাতে সোনাই নদীর উপর লোহার সেতু সংস্কার ও সোনাই অবরোধ৷ এমন সময়ই থানার অনুমতি নিয়ে এসএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি থানা চত্বরে আসতেই সেখানে অবরোধ আন্দোলনে থাকা বিদ্যার্থী পরিষদের কর্মীদের উদ্দেশ্যে প্ররোচনামূলক উক্তি করে এসএফআইয়ের মিছিলে অংশগ্রহণকারী কর্মী সমর্থকরা৷ তাতে ক্ষিপ্ত হয়ে উঠে বিদ্যার্থী পরিষদের কর্মীরা৷ এখানেও শুরু হয় মারধর৷ দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছঁুড়া৷ ইটবৃষ্টিতে গুরুতর জখম হয়েছেন তেলিয়ামুড়া থানায় কর্মরত মহিলা কনস্টেবল রাখী দেবনাথ এবং অপর এক কনস্টেবল৷ আহত হয় দুই ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী৷ আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠায় খোয়াই জেলার পুলিশ সুপার নগেন্দ্র দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার রণবীর দেববর্মা, ডিসিএম সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ রাতেও ঐ এলাকার পরিস্থিতি থমথমে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *