চবিবশ ঘন্টায় জলে ডুবে দুই নাবালিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ জুন৷৷ চবিবশ ঘন্টায় দুই নাবালিকার জলে ডুবে মৃত্যু হয়েছে৷ সোমবার ঘটেছে অমরপুরের বুরবুয়া এলাকায়৷ মৃতার নাম মিশানী জমাতিয়৷ বয়স দশ৷ অপর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উদয়পুরের দাতারামে৷ মৃতার নাম মিলারং রিয়া৷ বয়স বার৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার দুপুরে বাড়ির একটি পুকুরে একাই স্নান করতে যায় মিলারুং রিয়া৷ সে স্থানীয় সুকলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী৷ বাড়ির লোকজন তখন যে যার কাজে ব্যস্ত ছিলেন৷ অন্যান্য দিনের মতো এদিনও মিলারুং স্নান করতে পুকুরে যায়৷ পুকুরে ঘাটে একটি কাঠের লগ ছিল৷ বহু পুরনো এই কাঠের লগে বসেই স্নান করছিল৷ আচমকা ঐ কাঠের লগটি বাঁশের মাচা থেকে পড়ে যায়৷ তাতে মিলারুংয়ের ফ্রক ঐ লগে আটকে যায়৷ বড় মাপের ঐ লগটি জলের নীচে চলে যায়৷ তাতে নাবালিকাটিও জলের নীচে ডুবে যায়৷ দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পরও স্নান সেরে ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজনের সন্দেহ হয়৷ তারা এদিক ওদিক ডাকাডাকি করে কোন হদিশ না পেয়ে পুকুরের জলে তল্লাসি চালায়৷ তল্লাসিতে মিলে মিলারুং এর নিথর দেহ৷ পরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানে ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেয়৷ নাবালিকার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দাতারাম৷
অন্যদিকে, সোমবার অমরপুরের বুরবুরা এলাকায় ভাইয়ের সাথে গোমতী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায় মিশানী জমাতিয়া নামে দশ বছরের এক নাবালিকা৷ জল থেকে লাকড়ি তুলতে গিয়ে আচমকা ডুবে যায় সে৷ স্থানীয় লোকজন দৌড়ঝাপ করে ঐ নাবালিকাকে উদ্ধারের চেষ্টা করে৷ উদ্ধারও করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়৷ তার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে৷