নলছড়ে যুবতী, অম্পিতে গৃহবধূ ধর্ষিতা, মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ প্রণয়ের সূত্রে এক যুবতীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মেলাঘর থানার অধীন নলছড়ে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, নলছড়ের রাজেশ দেবনাথ নামে এক যুবকের সাথে মোবাইলের মাধ্যমে সোস্যাল নেটওয়ার্ক সাইটে পরিচয় হয় রামপদ পাড়ার এক যুবতীর৷ কিছুদিন আগে তারা পরস্পর প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়৷ শনিবার রাজেশ দেবনাথ ঐ যুবতীকে প্রস্তাব দেয় তার সাথে দেখা করার জন্য৷ সেই মোতাবেক ঐ যুবতী নলছড়ে যায়৷ রাজ্যেশ সেখানে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে যায় যুবতীকে৷ সন্ধ্যার পর থেকে ঐ যুবতীকে রাতভর দফায় দফায় ধর্ষণ করে আটকে রেখে৷ পরদিন তথা রবিবার সকালে ঐ যুবতীকে রাজেশ নলছড় বাজারে এনে ছেড়ে দিয়ে যায়৷ পরে ঐ যুবতী বুঝতে পারে যে রাজেশ তার সাথে প্রতারণা করেছে৷ সে তাকে বিয়ে করবে না৷ এরপর ঐ যুবতীর পরিবার গোটা ঘটনা জেনে মেলাঘর থানায় রাজেশ দেবনাথের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ২৩/১৭৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায়৷ পুলিশ অভিযুক্ত রাজেশ দেবনাথকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েছে৷ তবে সে পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে অম্পি থানার অধীন দিনমণি কারবারি পাড়ায় রবিবার রাত আটটা নাগাদ৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত যুবক জীতেন্দ্র কলই (২৭) কে গ্রেপ্তার করেছে৷
সংবাদে প্রকাশ, জীতেন্দ্র কলই এলাকায় বখাটে যুবক বলে পরিচিত৷ নানা ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে৷ রবিবার রাতে প্রতিবেশী গৃহবধূ প্রাকৃতিক কাজ করার জন্য ঘরের বাইরে যায়৷ তখন সুযোগ বুঝে জীতেন্দ্র গৃহবধূর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে৷ যখন গৃহবধূ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তখনই জীতেন্দ্র তাকে ঝাপটে ধরে এবং মুখে চাপা দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ পরদিন সকালে তথা সোমবার ঐ গৃহবধূর স্বামী অম্পি থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত জীতেন্দ্র কলইকে গ্রেপ্তার করেছে৷ এলাকার লোকজন জীতেন্দ্র কলইয়ের কঠোর শাস্তির দাবী করেছেন৷