BRAKING NEWS

সাত সকালে রক্তে ভিজল জাতীয় সড়ক, আমতলী ও বাধারঘাটে যান সন্ত্রাসে নিহত দুই, গুরুতর পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ আবারো রক্তে ভিজল রাজপথ৷ রবিবার সকালে বুলেরু গাড়ি এবং বাসের মুখোমুখি

আমতলীতে রবিবার সকালে দূর্ঘটনাগ্রস্ত বুলেরো৷ ছবি নিজস্ব৷

সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এদিকে, অন্য আরেকটি ঘটনায় সাতসকালে অটোর ধাক্কা এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
এদিন সকাল ৫টা ২০ মিনিটে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওয়ানা দেয় টিআর-০১-১৪৭৮ নম্বরের বাসটি৷ সকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ আমতলি সুকল সংলগ্ণ এলাকায় উদয়পুর থেকে আগরতলাগামী বুলেরু গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি গাড়ি প্রচন্ড গতিতে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ বাসের সাথে সংঘর্ষে বুলেরু গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়৷ বাসটিও ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এই ঘটনায় বুলেরু গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আমতলি থানা এবং দমকল বাহিনীকে৷ পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে হাপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতরা হলেন শান্তিরবাজারের বাসিন্দা সঞ্জয় মগ(২০), সূর্যমনিনগরের বাসিন্দা বিশ্বজিৎ নম(৫০), শান্তিরবাজারের বাসিন্দা সঞ্জিব মজুমদার, মাতারবাড়ির বাসিন্দা সুজিত নম(২৭), শালগড়ার বাসিন্দা জামাল হুসেন(২০) এবং উদয়পুর শান্তিপল্লীর বাসিন্দা কুলদীপ পোদ্দার(২৬)৷ তাদের মধ্যে কুলদীপ পোদ্দারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন৷ এদিকে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুলেরু গাড়িটি অস্বাভাবিক গতিতে ছিল৷ ফলে, দূর্ঘটনাটি ঘটেছে৷ বাসটির গতিও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল৷ দুটি গাড়ির গতির কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ জনৈক প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, বুলেরু গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল৷ যে গতিতে গাড়িটি চলছিল, তাতে চালকের পক্ষে যেকোন মুহুর্তে নিয়ন্ত্রণ কোনভাবেই সম্ভব নয় বলে জানান তিনি৷
আমতলি থানার পুলিশ দূর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে৷ পুলিশ একটি মামলাও নিয়েছে৷ দিকে, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আমতলি থেকে বাধারঘাট যাওয়ার পথে টিআর-০১-এফ-২৪০০ নম্বরের একটি অটো রিক্সা নিমবাগ এলাকায় সুভাষ দেবনাথ(৫০) নামে এক পথচারিকে ধাক্কা মারে৷ তাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান৷ জানা গেছে, তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ পুলিশ ঘাতক অটো এবং চালককে আটক করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *