BRAKING NEWS

সবজ়ারের মৃত্যুর তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আর্জি পাকিস্তানের

ইসলামাবাদ ২৮ মে (হি.স.) : হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সবজ়ার আহমেদ ভাটের মৃত্যুর তীব্র সমালোচনা করল পাকিস্তান। সবজ়ারের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই বিষয়টির তীব্র নিন্দা করে পাকিস্তানের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজ়িজ় একে বিচার বহির্ভূত হত্যা বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, “শুধু সবজ়ার নয়, পুলওয়ামা ও বারামুলায় একদিনে ১২ জন কাশ্মীরি যুবককে হত্যা করেছে ভারত। এদের মধ্যে তিনজনকেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।”
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গতকাল নিহত হয়েছে বুরহান ওয়ানির উত্তরসূরি সবজ়ার আহমেদ ভাট। সেইসঙ্গে মৃত্যু হয়েছে তার দুই সহযোগীরও। আর এই নিয়েই ক্ষুব্ধ ইসলামাবাদ। শুধু তাই নয়, এবার আন্তর্জাতিক মহলের কাছে হস্তক্ষেপের আর্জিও জানিয়েছে প্রতিবেশী দেশ। সবজ়ারের মৃত্যুর পর দিশেহারা পাকিস্তান আন্তর্জাতিক মহলের কাছে কাশ্মীর নিয়ে সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘ ও মানবাধিকার সংগঠনগুলির কাছেও। তাদের দাবি, কাশ্মীরে নিরাপত্তাহীন বাসিন্দাদের উপর নির্মমভাবে হত্যালীলা চালাচ্ছে ভারত।
প্রসঙ্গত, গতকাল নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় হিজ়বুল কমান্ডার বুরহান ওয়ানির উত্তরসূরি সবজ়ার আহমেদ ভাটের। বুরহানের মৃত্যুর পরে সবজ়ারকেই জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গোপন সূত্রে ত্রাল এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালান সেনা জওয়ানরা। বাড়িটিকে ঘিরে ফেলা হয়। তার সঙ্গে ওই বাড়িতে আত্মগোপন করেছিল আরও ২ জঙ্গি। সেখানেই সংঘর্ষে মৃত্যু হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *