নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখার অভিযোগ ঘিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখার অভিযোগে পুলিশের দ্বারস্থ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) । এবিষয়ে সরব হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ডিইউএসইউ। দেখা দিল উত্তেজনা।
জানা গেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইকনমিকসের কমার্স বিভাগের দেওয়ালে আইএসআইএস-এর সমর্থনে স্লোগান লেখা হয়েছ বলে অভিযোগ । ছাত্র সংগঠন এবিভিপি-র দাবি, তারা ওই দেওয়ালে এমন কিছু স্লোগান দেখেছে যেগুলি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর সমর্থনে লেখা হয়েছে।
এই কারণে তারা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। এবিভিপি-র সচিব অঙ্কিত সিংয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান ডিসিডি নর্থ যতীন নরওয়াল।
এই বিষয়ে এবিভিপি-র পাশাপাশি একই দাবি তুলেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ডিইউএসইউ। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর সেগুলি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।