BRAKING NEWS

হামলা হয়নি, ভারতীয় সেনার বিরুদ্ধে আনা পাক দাবি খারিজ করে দিল রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসঙ্ঘ, ২৫ মে (হি.স.) : ভারতের বিরুদ্ধে আনা পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিল রাষ্ট্রসঙ্ঘ| পাক অধিকৃত কাশ্মীর পরিদর্শনে গিয়ে নাকি ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষক দলের দুই আধিকারিক| এমনই অভিযোগ পাক সেনাবাহিনীর | পাকিস্তানের এই অভিযোগই সরাসরি খারিজ করে দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের অফিস| মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপুঞ্জের কোনও আধিকারিক আহত হননি|
পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরের ভীমবেড়ে পরিদর্শনে গিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের পর‌্যবেক্ষকদল| তখনই ভারতীয় সেনাবাহিনী দুই অভিসারের গাড়িতে হামলায় চালায়| সেসময় গাড়িতে ছিলেন ফিলিপিনসের মেজর এমানুয়েল ও ক্রোয়েশিয়ার মেজর মির্কো| তাঁদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে ভারতীয় সেনা| তাতে দুই আধিকারিক আহত হয়েছেন| গত ১৭ মে পাক সেনাবাহিনী এই নিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ জানায় রাষ্ট্রপুঞ্জে| কিন্তু সরাসরি পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ|
পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়ে দুজারিক জানিয়েছেন, কোনও রকম গুলিবর্ষণ সেসময় হয়নি| এবং কেউ হতাহতও হননি|তারপরেই আইএসপিআরএর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রপুঞ্জের দুই পর‌্যবেক্ষক ফিলিপিনন্সের মেজর ইমানুল এবং ক্রোয়েশিয়ার মেজর মিরকো দুজনেই সুরক্ষিত রয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *