লাতুর, ২৫ মে (হি.স.): লাতুরে ভেঙে পড়ল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের হেলিকপ্টার| তবে, স্বস্তি হল অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন সপার্ষদ মুখ্যমন্ত্রী| বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনার জেরে আমেরিকায় তৈরি হওয়া সিকোরস্কাই হেলিকপ্টারটি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| হেলিকপ্টারটি ভেঙে পড়া সত্ত্বেও, যেহেতু কেউ গুরুতর আহত হননি তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি ‘অলৌকিক’ ঘটনা| দুর্ঘটনার পরই টুইট করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, ‘লাতুরে দুর্ঘটনার কবলে পড়ে আমাদের হেলিকপ্টার| আমি এবং আমার দলের সকলেই নিরাপদে আছি এবং ভালো আছি| চিন্তার কিছু নেই|’ ফড়ণবিশ আরও জানিয়েছেন, ‘আমরা চার জন ছিলাম| আমার সঙ্গে একজন, চেতন পাঠক সামান্য আঘাত পেয়েছেন| কিন্তু এখন সব ঠিক আছে| আমার রক্তচাপ, সবকিছুই স্বাভাবিক|’
সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ‘টেক অফের পরেই কিছু একটা সমস্যা উপলব্ধি করেন পাইলট| এরপর পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন| অবতরণের সময় তার জড়িয়ে যাওয়ায় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে|’ দুর্ঘটনার পরই রেলমন্ত্রী সুরেশ প্রভু মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, ‘দুর্ঘটনা সম্পর্কে শুনে স্তব্ধ হলাম| দেবেন্দ্র ফড়ণবিশ নিরাপদে আছেন জেনে ভালো লাগল|
হেলিকপ্টারে চড়ার প্রাক্কালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইট থেকে জানা গিয়েছে, লাতুরের হালগারা গ্রামে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলেন তিনি| জল সংরক্ষণে গ্রামবাসীদের উদ্যোগের প্রশংসা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী|
উল্লেখ্য, কয়েকবছর আগে একইভাবে কপ্টার ভেঙে পড়ে মৃতু্য হয়েছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি| খারাপ আবহাওয়ার মধ্যেও জোর করেই পাইলটকে কপ্টার নিয়ে যেতে বলেছিলেন তিনি| তারপরেই অন্ধ্র প্রদেশের গড়চিরোলিতে ভেঙে পড়েছিল কপ্টারটি| ঘটনার বেশ কয়েকদিন পরে উদ্ধার করা হয়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার|