মুম্বই, ২৫ মে (হি.স) : ভারতীয় যাত্রীদের এখনও অনেক সভ্য হতে হবে| একটি মাত্র সফরের পরই তার প্রমাণ করল তেজস এক্সপ্রেস| গত সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে যাত্রা শুরু করার পর গোয়া হয়ে ফের মুম্বাই এ ফিরে আসার পর দেখা যায় তেজস থেকে উধায় হয়ে গেছে অন্তত ১২টি হেডফোন কয়েকটি ইনফোটেনমেন্ট স্ক্রিনও ভাঙাচোরা, নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে| এই ঘটনায় প্রমাণ করে সরকার ভারতের মাটিতে বিদেশের সবচেয়ে ভালো সুযোগগুলির ব্যাবস্থা করলেও তা ব্যবহারের যোগ্য নন সকলে|
ভারতের মাটিতে বিদেশিয়ানার এক টুকরো উদাহরণ তেজস এক্সপ্রেস| দ্রুতগামী এই ট্রেনে আছে , অটোমেটিক ডোর, প্রত্যেক আসনের জন্য ৯ ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন, টি-কফি ভেন্ডিং মেশিন, ভ্যাকিউম বায়ো টয়লেট, টাচ ফ্রি ওয়াটার ট্যাপ| ট্রেনে এত সুবিধা| তা সত্ত্বেও প্রথমবার গোয়া থেকে মুম্বই ফিরে আসার পর ট্রেনের হাল দেখে আশ্চর্য রেলকর্তারা|
সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছাড়ে তেজস এক্সপ্রেস| রওনা দেয় গোয়া| গতকাল সেখান থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে ফিরে আসে সেটি| ট্রেন পরীক্ষা করতে গিয়ে মাথায় হাত রেলকর্তাদের| কমপক্ষে ১২টি হেডফোনের খোঁজ পাওয়া যায়নি| কয়েকটি ইনফোটেনমেন্ট স্ক্রিনও ভাঙাচোরা, নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে| এই দৃশ্য দেখার পর রেলকর্তাদের ভাবনা, যাত্রীদের অনুরোধ করা হবে যাতে তাঁরা েট্রনের ক্ষতি না করেন|