লন্ডন, ২২ মে (হি.স.) : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ড উড়ে গিয়েও পাকিস্তানে ফিরে আসতে হচ্ছে উইকেটকিপার ওমর আকমলকে| বিদেশের মাটিতে দু’দফায় ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছেন তিনি| ফলে আনফিট আকমলকে দেশে ফিরতে হল|
পাক দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, আমরা যে ফিটনেস টেস্টের মাপকাঠিটা রেখেছি, সেটা খুব একটা কঠিন নয়| কিন্তু ওমর একেবারেই ফিট নয়| ওমর ভালো খেলোয়াড়| ওকে আমাদের দরকার ছিল| কিন্তু এরকম খারাপ ফিটনেসের জন্য ওকে আর দলে রাখা গেল না| চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁর ভাই কামরন আকমলের বদলে ব্যাটসম্যান-কিপার ওমরকে নেওয়া হয়েছিল| কিন্তু আকমল ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি| পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, আমরা কোনও আনফিট খেলোয়াড়কে দলের সঙ্গে রাখতে পারব না| এটাই আমাদের নীতি| ফলে ওমরকে দেশে পাঠান হয়েছে|