BRAKING NEWS

হিমাচলে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৩.৬

শিমলা, ২০ মে (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চাম্বা জেলা| রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতার ছিল ৩.৬| কম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| আবহাওয়া দফতরের অধিকর্তা মনমোহন সিং জানিয়েছেন, শনিবার সকাল ৯.১১ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বা জেলা| সাত সকালে ভূকম্পনের টের পেয়েছেন বহু মানুষ|
শুক্রবারই মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চাম্বা জেলা এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীর| ভোররাত ৩.৩৪ মিনিট নাগাদ প্রথমে ২.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| প্রথম ভূকম্পনের ঘন্টা দুয়েক পরে ভোর ৫.৩২ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পনের টের পাওয়া যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *