পানাজি, ১৯ মে (হি.স.): দক্ষিণ গোয়া জেলায় ফুটব্রিজ ভেঙে জুয়ারি নদীতে তলিয়ে গেলেন অন্তত ৪০ জন| এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার সন্ধ্যায় পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে, দক্ষিণ গোয়া জেলায় সানভোরদেম এবং কারকোরেম গ্রামের মাঝে একটি সেতুর লাগোয়া ফুটব্রিজ আচমকা ভেঙে পড়ে| শুক্রবার সকাল পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (দক্ষিণ) শেখর প্রভুদেশাই জানিয়েছেন, দৃশ্যমানতার অভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তল্লাশি অভিযান বন্ধ থাকে| শুক্রবার সকাল ৭.৩০ মিনিট থেকে পুনরায় শুরু হয়েছে তল্লাশি অভিযান| ইন্ডিয়ান নেভি-র এক মুখপাত্র জানিয়েছেন, কালেক্টরের অনুরোধে ভোররাত ৩.৩০ মিনিট থেকে তল্লাশি অভিযান বন্ধ করা হয়|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবক আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দেন| খবর পাওয়া মাত্রই তাঁকে উদ্ধার করতে নামেন দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা| সেই সময় ওই ফুটব্রিজের উপর দাঁড়িয়ে উদ্ধারকাজ দেখছিলেন বহু মানুষ| হঠাত্ই ফুটব্রিজের প্রায় ৩০ মিটার লোহার চাঙড় ভেঙে পড়লে নদীতে তলিয়ে যান অন্তত ৪০ জন| প্রায় ২০ জন সাঁতরে তীরে উঠে নিজেদের প্রাণ বাঁচান| গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে নৌসেনা ও উপকূরক্ষী বাহিনী| গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর| পিডাব্লিউডি মন্ত্রী রামকৃষ্ণ সুদিন দাভালিকর জানিয়েছেন, সেতুর জীর্ণ অবস্থার কারণে তার গায়ে লিখে দেওয়া হয়েছিল মানুষ যাতে সেটি ব্যবহার না করেন| সতর্কবার্তা না মানার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে|