নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : কয়লা ব্লক বন্টন মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা | শুক্রবার সকালে দিল্লির বিশেষ সিবিআই আদাল কয়লা ব্লক বন্টন মামলায় এইচ সি গুপ্তা সহ আরও তিনজনকে দোষী সাব্যস্ত করল | এদিন প্রাক্তন যুগ্ম সচিব কেএস ক্রোফা এবং কয়লা মন্ত্রকের তত্কালীন ডিরেক্টর কেসি সামারিয়া এবং কেএসএসপিএল-এর তত্কালীন ম্যানেজিং ডিরেক্টর পবন কুমার আহলুয়ালিয়াকেও দোষী সাব্যস্ত করা হয়|
মধ্যপ্রদেশের ঠেসগোড়া- বি রুদ্রপুরী কোল ব্লক কেএসএসপিএলকে বন্টনের ব্যাপারে অনিময়ের জন্য এদিন তাঁদের দোষী সাব্যস্ত করেন ছেন দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ভারত পরাশর| আগামী ২২ মে দোষীদের সাজা ঘোষণা হবে| তবে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত গোয়েলকে|
মামলার শুনানিতে সিবিআই দাবি করে, কেএসএসপিএলের আবেদনপত্রটি যথাযথ ছিল না| তা বাতিল হওয়ারই কথা ছিল| সিবিআই আরও অভিযোগ করে, সংস্থার মোট মূল্য ও বর্তমান ক্ষমতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল| রাজ্য সরকার কয়লার ব্লক বন্টনের জন্য ওই সংস্থার নাম সুপারিশ করেনি|
উল্লেখ্য, এই মামলায় গত বছরের অক্টোবরে চার্জগঠন করে আদালত| আদালতের পর্যবেক্ষণ ছিল, কয়লা ব্লক বন্টনের ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অন্ধকারে রেখেছিলেন গুপ্তা| ২০০৮ সালে অবসর গ্রহণের আগে, ৬৯ বছর বয়সী এইচসি গুপ্তা ইউপিএ জমানায় দুবছর কয়লা সচিব ছিলেন| কয়লাখনি বণ্টনে সংক্রান্ত যাবতীয় কাজকর্ম দেখার দায়িত্ব ছিল তাঁর ওপরই| কিন্তু গোয়েন্দাদের দাবি, ক্ষমতার অপব্যবহার করে একটি বেসরকারি সংস্থাকে প্রায় ৪০টি খনি পাইয়ে দিয়েছিলেন তিনি| তাঁর বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের হয়েছিল|