BRAKING NEWS

কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ আন্তর্জাতিক আদালতের

হেগ, ১৮ মে (হি.স.) : আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা খেল পাকিস্তান| কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি| আন্তর্জাতিক আদালত জানিয়েছে, ১৯৭৭ সাল থেকেই ভিয়েনা চুক্তি মেনে চলেছে ভারত-পাক| ভারত যা বলছে তা ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর অনুচ্ছেদে রয়েছে| কুলভূষণ চর কিনা সেটা এখনও প্রমাণিত নয়| ঘোষণা হেগের আন্তর্জাতিক আদালতের| পাকিস্তান কোনওভাবেই এখনই সাজা কার‌্যকর করতে পারে না, মন্তব্য বিতারপতির| ভিয়েনা চুক্তি মেনে কূলভূষণকে কনসুলার অ্যাকসেসের সুযোগ দেওয়া উচিত পাকিস্তানের|
গত ১০ এপ্রিল চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় এই নৌসেনা অফিসারের মৃতু্যদণ্ডের সাজা দেয় পাকিস্তানের সেনা আদালত| সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত| বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতে এই মামলা রায় বের হয়|
উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতে ভারত যে তথ্যগুলো জমা দেয়, সেখানে বলা হয় যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল| কিন্তু পাকিস্তান দেখায় তাঁকে বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়| গ্রেফতারের দিন হিসেবে ২০১৬-র ৩ মার্চ দিনটিকে দেখানো হয়| কিন্তু ভারতকে জানানো হয় ২৫ মার্চ| এছাড়া পাকিস্তানের অভিযোগে এও বলা হয়, কুলভূষণ অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন| কিন্তু ভারতের বক্তব্য, ভারতীয় নৌসেনা থেকে অবসরের পর তিনি ইরানে ব্যবসা করছিলেন| কুলভূষণের মামলায় আন্তর্জাতিক আদালতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদনও জানায় ভারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *