BRAKING NEWS

বিদ্যুৎ পরিষেবায় অসন্তুষ্ট গ্রাহকরা ঘেরাও করলেন নিগমের কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ জনগণ ক্ষোভে আটক করল বিদ্যুৎ কর্মীদের৷ ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অধিন হাওয়াইবাড়ী থ্রাংনাই বাজার এলাকায়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটি কাঁত হয়ে রয়েছে৷ এই অবস্থার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা প্রায় অচল অবস্থায় থাকায় পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ জনগন৷ সোমবার সকাল থেকেই হাওয়াইবাড়ী এলাকায় বিদ্যুৎ পরিষেবা থেকে বিছিন্ন সাধারণ জনগণ৷ ফলে এলাকাবাসীদের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের জরুরী ফোনে বার কয়েক যোগাযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ বরং বিদ্যুৎ টেলিফোনে কর্মীরা সাফ জানিয়ে দেয় এখন পর্যন্ত কোন মানুষ মরেনিতো৷ তাতেই ক্ষোভে এলাকাবাসীরা বিদ্যুৎ কর্মীদের দেখে বিদ্যুৎ পরিষেবার সারায়ের কাজ বন্ধ করে দেয়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ বছর ধরে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷  বৈদ্যুতিক খঁুটি সহ বিদ্যুৎ পরিবাহী তার অসুরক্ষিত ভাবে থাকার এলাকাবাসীরা হালকা বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা থেকে বিছিন্ন হচ্ছে৷ বিদ্যুৎ নিগমের মর্জিমাফিক ভাবে পরিষেবা প্রদানকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসীরা বিদ্যুৎ কর্মীসহ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল সুত্রধরকে ঘেরাও করে রাখে৷ এলাকাবাসীদের অভিযোগ কর্মীরা মদমত্ত অবস্থায় কাজ সারাই করতে এসেছে৷ জরুরী পরিষেবার ফোন করলে, কোন লোক মরেছে কিনা সেই ধরনের উক্তি সহ দাবদাহ গরমের মধ্যে দিনরাত অতিবাহিত করতে হচ্ছে বলে অভিযোগ করে জানান এলাকাবাসীরা৷ এদিকে যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামল সূত্রধর এই বিষয়টি অস্বীকার করেন ৷ তিনি বলেন, লোকেরা সময় মতো এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *