BRAKING NEWS

বিজেপি বাঁকা পথে ত্রিপুরায় ক্ষমতায় আসতে চাইছে ঃ ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৫ মে৷৷ বিজেপি ত্রিপুরাতে মণিপুর, অরুণাচলপ্রদেশ এবং গোয়ার মতো বাঁকা পথে ক্ষমতায়

সোমবার বিলোনীয়ায় এসএফআই’র রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ছবি নিজস্ব৷

আসতে চাইছে৷ সোমবার বিলোনীয়ায় এসএফআই রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে এই বিষয়ে সকলকে সতর্ক করলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তাঁর দাবি, বিজেপির সেই আশা কখনওই পূরণ হবে না৷ এদিকে, সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বামপন্থী যুবদের উদ্দেশ্যে বলেন, বিরোধী শিবিরে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে৷ বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাড়ছেন তাদের বাম শিবিরে আনতে হবে৷
এদিন সমাবেশে সিপিএম সর্বভারতীয় সাধারাণ সম্পাদক বলেন, সারা দেশে বিজেপি একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে৷ অরুণাচলপ্রদেশ, মণিপুর এবং গোয়াতে বাঁকা পথে ক্ষমতা দখল করেছে৷ ত্রিপুরাতেও একই চেষ্টা জারি রেখেছে বিজেপি৷ তাই তিনি বামপন্থী ছাত্র-যুবদের সতর্ক করে বলেন, বিজেপিকে বাঁকা পথে ক্ষমতায় আসার ক্ষেত্রে রুখে দাঁড়াতে হবে৷ অবশ্য তিনি মনে করেন, শত চেষ্টা করলেও বিজেপির ঘুরপথে ত্রিপুরায় ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হবে৷ কারণ, বামফ্রন্টের শিকড় অনেক গভীরে রয়েছে৷ তা উপড়ে ফেলা বিজেপির পক্ষে সহজ হবে না৷ এদিন তিনি বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শিল্পপতিদের স্বার্থে নিবেদিত৷ ষোল লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ঋণ মুকুব করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ঐ টাকা শিল্পপতিদের মুকুব করার বদলে গরীবদের কল্যাণে ব্যবহার করা হলে তাদের জীবন যাত্রার মানোন্নয়ন হত বলে তিনি দাবি করেন৷ কেন্দ্রীয় সরকারের উজালা স্কীমকে ঝাঁঝালো ভাষায় কটাক্ষ করেন ইয়েচুরি৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উজালা বার্তা অন্ধকারে নিমজ্জিত৷ তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনে ধনী আরও ধনী হচ্ছেন এবং গরীব আরও গরীব হচ্ছেন৷ দলিত, পিছিয়ে পড়া অংশের মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত৷ সংখ্যালঘু অংশের জনগণ সারা দেশেই আক্রান্ত হচ্ছেন৷ তিনি আরও দাবি করেন, বামফ্রন্ট এবং বামপন্থী ছাত্র সংগঠন সারা দেশেই বিজেপির আক্রমণের শিকার৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন সীতারাম ইয়েচুরি৷ এদিন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তিনি বলেন, মানুষ কাজ হারাচ্ছে৷ কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ একশ দিনের কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, প্রকল্প বন্ধ করার ষড়যন্ত্র চলছে৷ আচ্ছে দিনের স্বপ্ণ ফেরি করে ক্ষমতার মসনদে বসে সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়েছে বিজেপি, অভিযোগ সীতারাম ইয়েচুরির৷
এদিন সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বামপন্থী ছাত্র-যুবরা শিক্ষাঙ্গনে লড়াই জারি রেখেছে৷ কিন্তু, এই লড়াই আরও তেজি করতে হবে৷ দেশের মানুষ নানা ভাবে আক্রমণের শিকার৷ সম্প্রতি রেশনিং ব্যবস্থায় মারাত্মক আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার৷ দেশের ৪৪ শতাংশ রেশনের ভোক্তা তালিকা থেকে বাদ পড়েছেন৷ মূলবৃদ্ধি সাধারণ মানুষের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ তিনি কটাক্ষ করে বলেন, শিল্পপতিরা প্রধানমন্ত্রীর বন্ধু৷ তাই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ রাজ্যেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ সাম্প্রদায়িক শক্তি রাজ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে৷ তাতে শান্তির পরিবেশ নষ্ট হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ তাই তিনি ছাত্র-যুবদের সকল অংশের মানুষের সাথে যোগাযোগ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *