BRAKING NEWS

বাম শাসনে সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন হয়নি, অভিযোগ আনসারির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ তিন তালাক এবং গোরক্ষা ইস্যুতে বিজেপির সংখ্যালঘু মোর্চা বিরোধী রাজনৈতিক দল

সোমবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি আব্দুল রসিদ আনসারি৷ ছবি নিজস্ব৷

গুলির বিরুদ্ধে প্ররোচনা এবং বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে৷ ত্রিপুরার বাম শাসনে সংখ্যালঘুদের জন্য ঘোষিত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেছে সংখ্যালঘু মোর্চা৷ সংখ্যালঘু মোর্চার সর্ব ভারতীয় সভাপতি আব্দুল রসীদ আনসারি সোমবার আগরতলায় জানিয়েছেন, ত্রিপুরায় সংগঠনের কাজ বাড়ছে৷ ত্রিপুরায় বাম শাসনে গণতান্ত্রিক বাতাবরণ নষ্ট হয়ে গেছে৷ সরকার বিরোধিদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ৷ দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘু অংশের জনগণের জন্য বিস্তর কর্মসূচী হাতে নিয়েছে৷ কিন্তু এর কোন প্রতিফলন ত্রিপুরায় নেই৷ তিনি আরও বলেন, এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য যে এই বাম দল এতদিন ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে৷ এতদিন তাদের সামনে বিকল্প চিল না৷ কিন্তু এখন বিজেপি জনগণকে পথ দেখাতে শুরু করেছে৷ বিজেপিই সরকার গড়বে৷ এক প্রশ্ণের উত্তরে তিনি বলেন, তিন তালাক এবং গোরক্ষা ইস্যুতে বিরোধী রাজনৈতিক দল গুলি বিদ্বেষ এবং প্ররোচনা ছড়াচ্ছে৷ কোরনা শরীফের তালাকের উল্লেখ্য আছে৷ কিন্তু শরিয়ত মোতাবেক উপযুক্ত শিক্ষা যুব সমাজে না থাকায় সমস্যা দেখা দিয়েছে৷ কেন্দ্রের শাসক দল যে ধরনের অবস্থান নিয়েছে৷ তা যথেষ্ট প্রাসঙ্গিক৷ অন্য দিকে গোরক্ষা ইস্যুতে তিনি বলেন, দেশে সদ্ভাব নষ্ট করার চেষ্টা চলছে৷ কোরানে মুলসমানদের গোমাংস খাওয়ার কোন উল্লেখ্য নেই৷ তাই হিন্দুরা যেখানে গোমাতার পূজা করে, সেই ভাবাবেগকে শ্রদ্ধা করতেই হবে৷
এদিকে, বিদেশে ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা উদ্ধার, কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধির প্রশ্ণে সুনির্দিষ্ট কোন উত্তর দিতে পারলেন না বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি আব্দুল রসীদ আনসারি৷ তবে, স্যুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে আনা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষেও সম্ভব হবে না৷ আনসারি সাহেব জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের গ্যাড়াকলে বাধা সৃষ্টি হয়েছে৷ তাই, বিদেশে ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনা যাচ্ছে না৷ কর্মসংস্থানের প্রশ্ণে তাঁর জবাব, দেশে বহু উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ সেখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে৷ তাছাড়া, মুদ্রা ব্যাঙ্কের মাধ্যমে লোন প্রদান করা হচ্ছে৷ তাতে, বেকার ছেলে স্বনির্ভর হতে পারছেন এবং তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন৷ আনসারি সাহেবের এই বক্তব্যে স্পষ্ট যে, সরাসরি চাকুরীর মাধ্যমে বেকার সমস্যার সমাধানের বদলে বিকল্প কর্মসংস্থানের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার৷ মূল্যবৃদ্ধি নিয়েও তিনি সুনির্দিষ্ট কোন উত্তর দিতে পারেননি৷ সমস্ত কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে, এই কথা বলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *