BRAKING NEWS

বিহারে বাস উল্টে মৃত ৫ শ্রমিক, আহত অন্তত ৪২জন, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৩ জন যাত্রী

নওয়াদা (বিহার)/দিনদোরি, ১৫ মে (হি.স.): বিহারের নওয়াদা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে গেল পরিখায়| মর্মান্তিক দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ৫ জন ইটভাঁটা শ্রমিকের| আহত হয়েছেন অন্তত ৫০ জন| আহত যাত্রীদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাঁদের পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় যে ৫ জনের মৃতু্য হয়েছে, তাঁদের মধ্যে ২ জন নাবালক|
রাজৌলি থানার অফিসার ইন-চার্জ আদেশ কুমার জানিয়েছেন, সোমবার ভোররাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর আন্ধারবাড়ি গ্রামের কাছে| কলকাতা থেকে বাসটি নালন্দার বিহারশরিফে যাচ্ছিল| রাতের অন্ধকারে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি উল্টে যায়|
মৃত ৫ জন শ্রমিকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| আহত ৫০ জন যাত্রীদের মধ্যে ১২ জনকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকিরা রাজৌলি সাব-ডিভিশনাল হাসপাতাল এবং নওয়াদা সদর হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা সকলেই শ্রমিক| বর্ষার সময় বাড়ি ফিরছিলেন শ্রমিকরা| সবাই নওয়াদা জেলার ৱুধাউল বেলদারিয়ার বাসিন্দা| মধ্যপ্রদেশের দিনদোরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস| এই দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ৩ জন যাত্রীর| আহত হয়েছেন অন্তত ৪২ জন| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই বাসটি উল্টে যায়| আহত যাত্রীদের করণজিয়া প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে| আহত যাত্রীদের মধ্যে ১২ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় পরে তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অভিশপ্ত বাসটি অমরকন্টকে যাচ্ছিল| যাত্রীরা নর্মদা সেবা যাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন| তার আগেই ঘটে গেল মমর্মান্তি দুর্ঘটনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *