নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ফের ভ্যানে আগুন৷ এবারও রাজধানীর কর্ণেল চৌমুহনীতেই৷ রবিবার দুপুরে

টিআর-০১-জে- ০২০৩ নম্বরের একটি মারুতী ভ্যানে আগুন ধরে যায়৷ পুরো গাড়ি পুড়ে গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মারুতী গাড়ির আগুন নিভিয়েছে এবং ভ্যানের সিএনজি সিলিন্ডারটিকে বিস্ফোরণ থেকে রক্ষা করেছে৷ জানা গিয়েছে, এদিন দুপুরে গাড়িটিতে চলন্ত অবস্থাতেই হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ চালক সহ অন্যান্য যাত্রীরা গাড়িটিকে ঠেলে রাস্তার পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ তখনই আচমকা গাড়িতে আগুন ধরে যায়৷ পুরো গাড়িতে আচমকা আগুন ধরে যাওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন উপস্থিত সকলেই৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়৷ ততক্ষণে গোটা গাড়িটি পুড়ে যায়৷ আশঙ্কা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এই আগুনের সূত্রপাত৷
প্রসঙ্গত, কিছুদিন আগেও কর্ণেল চৌমুহনীতেই অনুরূপভাবে চলন্ত মারুতী ভ্যানে আগুন ধরে যায়৷ সেই ভ্যানটিও ছিল সিএনজি চালিত৷ একের পর এক সিএনজি চালিত গ্যাড়িতে অগ্ণিকান্ড ঘটায় যান চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ রাজ্যে যেসব সিএনজি সিলিন্ডার ব্যবহার করে যানবাহন চালানো হচ্ছে তার মধ্যে কিছুসংখ্যক সিলিন্ডারের সুরক্ষার বিষয়টি নিয়মিত পরীক্ষা করানো হচ্ছে না৷ পাশাপাশি এই বিষয়ে সরকারী কিছু নির্দেশিকাও রয়েছে৷ যা যান চালকরা ও গাড়ির মালিকরা মানছেন না৷ তাতেই এই ধরনের ঘটনা ঘন ঘন ঘটে চলেছে৷ যে কোনও সময় ভয়ঙ্কর পরিণতি হতে পারে৷ এমনকি যান ও মালের মারাত্মক ক্ষতি হতে পারে৷

