BRAKING NEWS

এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য বিষয়ের শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : তিন তালাক ছাড়া বহু বিবাহ, নিকাহ হালালা নিয়েও শুনানি হবে সুপ্রিম কোর্টে| তবে এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য বিষয়ের শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট| সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য কোনও ইসু্য বিবেচনা করার সময় নেই| কিন্তু ভবিষ্যতে বহুবিবাহ ও নিকাহ হালালা-র মতো বিষয়গুলিকে বিচারাধীন করা যেতে পারে|
আজ কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি ও কয়েকজন বিশিষ্ট আইনজীবী সওয়াল করছিলেন| তাঁরা বিচারপতিদের বেঞ্চকে বলেন, তিন তালাকের পাশাপাশি অন্য বিষয়গুলোও বিবেচনা করা উচিত শীর্ষ আদালতের| কেননা তিন তালাকের অন্যতম অঙ্গ বহু বিবাহ ও নিকাহ হালালার মতো বিষয়গুলি| কিন্তু, প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বলে, হাতে সময় কম| তাই সীমিত সময়ে সব বিষয়গুলি নিয়ে বিবেচনা এই মুহূর্তে সম্ভব নয়| ভবিষ্যতে আলোচনার জন্য এই বিষয়গুলি রাখা যেতে পারে| আপাতত তিন তালাক ইসু্য নিয়েই বিবেচনা করা হোক|
তিন তালাক ইসু্যর সাংবিধানিক বৈধতা রয়েছে কিনা শুধুমাত্র তা ঠিক করে রায় দেওয়ার কথা এই মামলার শুনানির শুরুতেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট| কয়েকদিন শুনানি চলার পরে কেন্দ্রের আবেদন জমায় পরায় এবার মুসলমান পুরুষের বহুবিবাহ ও নিকাহ হালালা নিয়েও পরে বক্তব্য শুনবে শীর্ষ আদালত| তবে আপাতত যে শুধুই তিন তালাকের সাংবিধানিক বৈধতা বিচার করে রায় দেওয়া হবে তা এদিন ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে| বলা হয়েছে, তিন তালাক, পুরুষের বহুগামিতা ও নিকাহ হালালা- এই তিনটি বিষয় আলাদা| বাকী দুটি নিয়ে পরে আবেদন করলে সুপ্রিম কোর্টে শুনানি হবে|
এদিন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সওয়ালে বলেন, গোঁড়া ইসলামিক দেশগুলিও তিন তালাক প্রথা তুলে দিয়ে সংষ্কারের পথে হাঁটছে| অথচ ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশগুলিতে এখনও এই প্রথা চলছে| মুকুল রোহতাগি আরও বলেন, যদি শীর্ষ আদালত এই তিন প্রথা নিয়ে বিবেচনার নিষ্পত্তি করে, তাহলে কেন্দ্রীয় সরকার আইন আনবে|
প্রসঙ্গত, তিন তালাক ইসু্যতে বেশ কিছু পিটিশনের ভিত্তিতে গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট| দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, মুসলিমদের মধ্যে বিয়ে ভাঙার পন্থা হিসেবে নির্দিষ্ট তিন তালাক জঘন্যতম প্রথা, যা কোনওভাবেই কাঙ্খিত নয়| যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, বিষয়টি মুসলিম বোর্ডের এক্তিয়ারভুক্ত| তাই সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করতে পারে না|
এদিকে, শুক্রবারের শুনানিতে রাম জেঠমালানি ও আরিফ মহম্মদ খানের মত বরিষ্ঠ আইনজীবী তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে জোরদার সওয়াল করেছেন| জেঠমালানি যখন এই প্রথার সংবিধানবিরোধী চেহারা তুলে ধরেছেন, আরিফ মহম্মদ খান তখন বলেছেন, আরব এলাকায় আগে শিশুকন্যাকে জ্যান্ত পুঁতে ফেলার প্রথা ছিল| তিন তালাক তারই সমতুল্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *