BRAKING NEWS

রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান, হাফিজ প্রসঙ্গে উজ্জ্বল নিকম

মুম্বই, ১৫ মে (হি.স.) : রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান| রবিবার মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে সন্ত্রাসবাদী ঘোষণা করায় সোমবার এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় আইনজীবী উজ্জ্বল নিকম | তাঁর মতে এটা একটা চক্রান্ত হতে পারে| তিনি আরও বলেন, যদি পাকিস্তান সত্যি বিশ্বাস করে হাফিজ় সইদ সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাহলে তারা তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করছে না কেন? কেন সেই জায়গার নাম প্রকাশ করা হচ্ছে না, যেখান থেকে সে সন্ত্রাসমূলক কাজকর্ম চালাচ্ছে? রাষ্ট্রসংঘ ও আমেরিকার গুড ৱুকে থাকার জন্যই ইসলামাবাদ এই কৌশল নিয়েছে|
প্রসঙ্গত,গতকালই পাক সরকার স্বীকার করে নেয়, হাফিজ সইদ জঙ্গি কার‌্যকলাপের সঙ্গে যুক্ত এবং সে জেহাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে| পাকিস্তানের পঞ্জাব সরকার হাফিজ় সইদকে আরও ৯০ দিন গৃহবন্দী রাখতে চায় পাক সরকার| সেই পরিপ্রেক্ষিতে গতকাল হাফিজ়কে পেশ করা হয় জুডিশিয়াল বোর্ডের সামনে| পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক গতকাল সেদেশের জুডিশিয়াল বোর্ডের সামনে একথা স্বীকার করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *