প্যারিস, ১৪ মে (হি.স.) : ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইম্যানুয়েল ম্যাক্রঁ। রবিবার ৩৯ বছরে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁকে স্বাগত জানান প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদে। সই করে দায়িত্বভার গ্রহণের পর ফ্রান্সের হারানো আত্মবিশ্বাস ফেরানোর শপথ নেন নতুন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজস্ব আত্মবিশ্বাস হারিয়েছে ফ্রান্স। তা ফিরিয়ে আনার কাজটা কখনই ম্যাজিকের মতো হঠাৎ করে হতে পারে না। এটা কঠিন কাজ। দেশের মধ্যে বেড়ে চলা বিভাজন শেষ করতে হবে। পুরনো নীতি এবং ধারণার সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন। ফ্রান্স নতুন আশাকে জিতিয়েছে। তার মর্যাদা তিনি রাখবেন। প্রথম দিন থেকেই তাঁর কর্মজীবন শুরু। প্রসঙ্গত, গত ৮ মে প্রতিদ্বন্দ্বী চরম দক্ষিণপন্থী মারিন ল্যে পেনকে হারিয়ে ৬৬.০৬শতাংশ ভোট পেয়ে জয়ী হন নির্দল প্রার্থী ম্যাক্রঁ।