নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৩ মে৷৷ কসবা পঞ্চায়েত অফিস রাতভর খোলা রেখে বাম সরকারের গুণধর কর্মচারীরা কাটাচ্ছে আরামে আয়াসে৷ অন্য দিকে সারা রাত পঞ্চায়েত অফিস খোলা ছিল, তা নিয়ে সাধারণ জনমনে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে৷ পঞ্চায়েত অফিস খেলা রাখার পেছনে কি কোন অসৎ উদ্দেশ্য বা রহস্য রয়েছে কি না তা নিয়েও গোটা এলাকায় ব্যাপক জল্পনা চলছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় ব্লকের অধীন কসবা পঞ্চায়েতে৷ শুক্রবার দরজা জানালা খোলা ছিল বলে জানান এলাকার এক বাসিন্দা৷ গাড়ি নিয়ে যাওয়ার পথে জনৈক চালকের সন্দেহ হয় দরজা খোলা দেখে৷ ভেতরে গিয়ে দেখেন দরজা জানালা খোলা ও লাইট জ্বলছে এবং পাখা ঘুরছে৷ বিষয়টি এলাকায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে৷ এলাকাবাসীর প্রশ্ণ হয়তো আজ সরকারী ছুটি থাকায় কেউই পঞ্চায়েতে আসেনি৷ আবার কেউ কেউ বলছে দুর্নীতি ধামাচাপা দিতে হয়তো অফিস খোলা রেখে কাজ করছিল৷ হয়তোবা নথিপত্র গায়েব করে দিয়েছে কিনা এনিয়েও সন্দেহ করছে৷ তবে কসবা পঞ্চায়েতের নামে বহু অনিয়মের অভিযোগ পূর্বে উঠেছিল৷ এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ টিম পাঠানো হয়েছে৷ এতে নথি গায়েব করে নিয়েছে কিনা এনিয়ে সাধারন জনমনে প্রশ্ণ ওঠেছে৷