BRAKING NEWS

শনিবার বইখাতা ভর্তি ব্যাগ আনতে হবে না স্কুলে, সিদ্ধান্ত উত্তর প্রদেশ সরকারের

লখনউ, ১৩ মে (হি.স.): উত্তর প্রদেশে পড়ুয়াদের কাঁধ থেকে ব্যাগের বোঝা কমাতে অভিনব সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার| উত্তর প্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সরকারি স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের শনিবার করে বইখাতা ভর্তি স্কুল ব্যাগ আনতে হবে না| উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, শনিবার করে স্কুলে নানা ধরনের খেলাধুলো ও আনন্দদায়ক কাজকর্মের মাধ্যমে পড়ুয়াদের সামগ্রীক ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দেওয়া হবে| তবে এই সিদ্ধান্তের পিছনে ব্যাগের বোঝা কমানোর কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে|যোগী আদিত্যনাথ সরকারের অভিনব এই সিদ্ধান্তে অবশ্য খুশি নয় শিক্ষক সংগঠন| রাজ্য সচিব আর পি মিশ্র জানিয়েছেন, `শনিবার করে স্কুলে শুধু খেলাধুলো হবে জানলে অভিভাবকরা আর বাচ্চাদের স্কুলে পাঠাবেন না|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *