BRAKING NEWS

জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পরমাণু পরীক্ষার জন্য বাজপেয়ীকে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : আজ জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পরমাণু বোমা পরীক্ষার জন্য আজ অটল বিহারী বাজপেয়ির সাহসের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেই সঙ্গে বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিজ্ঞানীদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী|
১৯৯৮ সালে আজকের দিনেই পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করা হয়েছিল| সেই ঘটনা স্মরণ করেই এই দিনটিতে প্রযুক্তি দিবস পালন করা হয়| ১৯৯৮ সালের ১১ মে, কেন্দ্রে বাজপেয়ি সরকার প্রথমবার পোখরানে পরমাণু বোমা পরীক্ষা করে | পরীক্ষামূলক ওই পরমাণু বিস্ফোরণে সফল হয় ভারত| এরপর বাজপেয়ির সময়েই আরও চারটি পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণ করা হয় পোখরানে| এই পরমাণু পরীক্ষার সাফল্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের কাছে ভারতকে অনেকটা এগিয়ে দেয়| বাজেপেয়ির এই সাফল্যের জন্য তাঁর সাহসের প্রশংসা করে মোদী লিখেন, গোটা বিশ্ব পোখরান পরমাণু পরীক্ষার ব্যাপারে জানে| এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা দেশকে গর্বিত করেছেন| বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত কী করতে পারে|
টুইট করে বিজ্ঞানীদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী| লেখেন, আজ প্রযুক্তি দিবসে সকলকে শুভেচ্ছা| যেসব বিজ্ঞানীরা প্রযুক্তির বিষয়ে উত্সাহী তাদেরকে বিশেষ শুভেচ্ছা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *