BRAKING NEWS

স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ ঃ ফগ্গন সিং কোলাস্তে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে দেশ, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

শনিবার আগরতলায় লিভারকন সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কোলাস্তে৷ নিজস্ব ছবি৷

মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে৷ পাশাপাশি বললেন, দেশে চিকিৎসকেরও ঘাটতি রয়েছে৷ শনিবার আগরতলায় হেপাটাইটিস ফাউন্ডেশান অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত লিভার কন সম্মেলনে তিনি এই কথা বলেছেন৷
তাঁর বক্তব্য, দেশে চিকিৎসকদের ঘাটতি মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রচুর চিকিৎসকের প্রয়োজন রয়েছে দেশে৷ তাই এমবিবিএস আসনের সংখ্যা ৬৫ হাজার বৃদ্ধি করা হয়েছে৷ পিজি কোর্সেও আসন সংখ্যা ২৩ হাজার বাড়ানো হয়েছে৷ তবে, এখনই চিকিৎসকদের ঘাটতি মেটানো সম্ভব নয়, তাও তিনি মেনে নিয়েছেন৷ তিনি জানান, এমবিবিএস এবং পিজি কোর্সে আসন সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসকদের ঘাটতি পূরণে অনেকটা সময় লাগবে৷
এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে এসে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের সাথে তাঁর বৈঠক হয়েছে৷ ঐ বৈঠকে স্বাস্থ্য সচিব রাজ্যের মেডিক্যালে আসন সংখ্যা বৃদ্ধির দাবী জানিয়েছেন৷ স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্যের এই দাবী বিচার বিবেচনা করে দেখা হবে৷
এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে দেশ অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বহিঃ বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রের তুলনায় আমাদের দেশ স্বাস্থ্যক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ তাই তিনি দেশের সামাজিক পরিস্থিতির উন্নয়ন হলে স্বাস্থ্যক্ষেত্রেও দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন৷ তাঁর বক্তব্য, দেশের বর্তমান অবস্থার নিরিখে গ্রামীণক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে৷ প্রাদেশিক চিকিৎসা ব্যবস্থায় প্রচার এবং গ্রহণ যোগ্যতা বাড়াতে হবে৷ বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের জীবন শৈলির দিকেও নজর দিতে হবে৷ তবেই স্বাস্থ্যক্ষেত্রে দেশ এগিয়ে আসবে৷ এদিন তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ গত বছরের তুলনায় ১০ হাজার কোটি বেশি বরাদ্ধ করা হয়েছে৷ কিন্তু রাজ্যগুলির সাথে সমন্বয় সাধন না হলে স্বাস্থ্যক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব নয়, মনে করেন তিনি৷
তিনি জানান, ঔষধের মূল্য নিয়ন্ত্রণ করা হয়েছে৷ স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ পাঠানোর পদ্ধতি আরো সহজ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার চাইছে স্বাস্থ্য পরিষেবা সারা দেশে নিঃশুল্ক হোক৷ সেই লক্ষ্যে নতুন স্বাস্থ্য বীমা এনেছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি মেন্টাল হেলথ্ বিল পাশ হয়েছে৷ এর সুফল দেশবাসী পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷
এদিন এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী টিকার মূল্য আরো কম করানোর জন্য দাবী জানিয়েছেন৷ পাশাপাশি সকল অংশের মানুষের কাছে বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টিও ভেবে দেখার জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য রাষ্ট্র মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *