নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ গরীবদের জন্য নয়, পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় নিবেদিত বিজেপি পরিচালিত কেন্দ্রীয়
সরকার৷ শনিবার কমলপুর মহকুমায় মানিকভান্ডারে খাদ্য আন্দোলনের ৫০তম শহীদ স্মৃতি বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বিজেপিকে এইভাবেই ঠুকলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে, নীতিগতভাবে আগের সরকারের সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের কোন ফারাক নেই৷
এদিন তিনি বলেন, আচ্ছে দিনের স্বপ্ণ ফেরি করে ক্ষমতার মসনদ দখল করেছে বিজেপি৷ অথচ গত তিন বছরে গরীবের শুধু সর্বনাশ হয়েছে৷ উদ্বেগের সুরে মুখযমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রেশনিং ব্যবস্থা তুলে দিতে চাইছে৷ চিনিতে ভর্তুকি তুলে দিয়েছে৷ কেরোসিনও রেশন থেকে তুলে নেবে কেন্দ্র৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো আগামী দিনেও চাল ও আটা মিলবে না রেশন থেকে৷ কৃষক আত্মহত্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, সারা দেশে ক্রমশ বাড়ছে কৃষকের আত্মহত্যা৷ বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কৃষক আত্মহত্যা বন্ধ হবে৷ কিন্তু, এখন দেখা যাচ্ছে তা বেড়েই চলেছে৷
রেগা প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রকে একহাত নিয়েছেন৷ তিনি বলেন, গরীব মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে চালু হয়েছিল রেগা প্রকল্প৷ অথচ এবছর রাজ্যের বরাদ্দে ছুড়ি চালিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রেগায় একাধিকবার পুরস্কার পাওয়া সত্বেও এবছর কেন্দ্রীয় সরকার শ্রমদিবস কমিয়ে দিয়েছে৷ তাতে গরীব মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
এদিন তিনি আরো বলেন, রাজ্যে জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে বিভেন তৈরির চেষ্টা হচ্ছে৷ সাম্প্রদায়িক শক্তি ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে৷ রাজ্যে শান্তির পরিবেশ কায়েম রাখার জন্য রাজ্যবাসীকে সতর্ক করেছেন৷