BRAKING NEWS

ওড়িশায় সফল উত্ক্ষেপণ ‘অগ্নিং-২’ ক্ষেপনাস্ত্রের

ভুবনেশ্বর, ৪ মে (হি.স.): ইতিহাস হয়ে থাকবে মে মাসের ৪ তারিখ| এই দিন পরীক্ষামূলক ভাবে উত্ক্ষেপণ করা হল ‘অগ্নি- ২’ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের| বৃহস্পতিবারের সকাল, ঘড়ির কাঁটায় তখন ১০.২২ মিনিট হবে| ওড়িশার বালেশ্বর জেলায় এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফল উত্ক্ষেপণ করা হয় ‘অগ্নি-২’ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের|

অগ্নি সিরিজের বাকি ক্ষেপনাস্ত্রগুলির মতো ‘অগ্নি-২’ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রটিও তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও| ১০০০ কেজি ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপনাস্ত্রটির দৈঘর্য ২০ মিটার| ওজন ১৭ টন| ২০০০ কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ‘অগ্নি-২’| উল্লেখ্য, সামরিক ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলিকে টেক্কা দিতে অত্যাধুনিক অস্ত্র সিরিজ ‘অগ্নি’ তৈরি করছে ভারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *