BRAKING NEWS

প্রকল্পের শুরু থেকে রেগার কাজের হিসাব চাইল কেন্দ্র, দৌড়ঝাপ রাজ্য প্রশাসনে

আগরতলা, ৩০ এপ্রিল(হিঃস)৷৷ ২০০৫-০৬ অর্থ বছর থেকে রেগার কাজের হিসাব চেয়েছে কেন্দ্র৷ রাজ্যের ব্লকের পৌঁছে গেছে এই নির্দেশনামা৷ হিসাব জমা দিতে হবে মে মাসের মধ্যে৷ দেশে রেগা চালু হয়েছিল ২০০৫-০৬ অর্থ বছরে৷ প্রথমে পঞ্চাশটি জেলায় চালু হয় রেগার কাজ৷ এরমধ্যে ছিল ত্রিপুরার ধলাই জেলা৷ রেগার উদ্দেশ্য ছিল গ্রামীণ কর্মসংস্থানের মাধ্যমে সৃষ্টি ৷ শুরুতেই এই রাজ্যে রেগা পরিণত হয় রাজনৈতিক অস্ত্র হিসাবে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, সাতদিন আগে চিঠি এসেছে পাঁচ ছয় অর্থ বছর থেকে এখন অবধি ব্যয়িত রেগার টাকা নিরিখে হিসাব দিতে হবে৷ এই নির্দেশ আসার পর থেকেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ৷ দেখা দিয়েছে সমস্যাও৷ কারণ দশ বছর আগে যে কাজ হয়েছে যে সেক্রেটারি করেছেন উনি বদলি হয়ে অন্য ব্লকে চলে গেছেন৷ কেউ কেউ আবার অবসর গ্রহণ করেছেন৷ বর্তমান সেক্রেটারি কিভাবে হিসাব তৈরি করবেন তা নিয়ে জটিলতা রয়েছে৷ তাছাড়া পাঁচ ছয় থেকে এখন অবধি বড় বড় পঞ্চায়েতে গুলিতে ব্যয়িত অর্থের পরিমাণ দশ থেকে এগারো কোটি টাকা৷ কাগজে কলমে যা দেখানো হয়েছে বাস্তবে তার প্রতিফলন দেখানো খুব কঠিন৷ একাধিক পঞ্চায়েত সূত্রে জানা গেছে এই ধরনের কাগজ লোপাট হয়ে গেছে বহু ক্ষেত্রে৷ রেগার অর্থে পাকা নালা ও ইট সলিং অনেক ক্ষেত্রেই উধাও হয়েগেছে৷ এই ধরনের অদূশ্য কাজের হিসাব কীভাবে দেওয়া হবে তা নিয়েই তাই ত্রাহি বর উঠেছে প্রশাসনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *