নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ উদয়পুরে ভাড়াবাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার হল বিশালগড় কে কে মার্কেটের ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স থেকে৷ রবিবার সকাল ১১টা নাগাদ আর কে পুর থানা এবং বিশালগড় থানার পুলিশের যৌথ অভিযানে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করা হয়েছে৷ খবরে জানা গিয়েছে, গতকাল দুপুর ১টা নাগাদ উদয়পুরস্থিত র্যায়েল ইন হোটেল এন্ড গেস্ট হাউসের পার্শ্ববর্তী একটি বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি হয়৷ পুলিশ তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে৷ গতকাল রাতেই অভিযুক্ত রাজীব দে-কে উদয়পুরের শালগড়াস্থিত শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ অভিযুক্তের বাড়ি আগরতলার যোগেন্দ্রনগরের বনকুমারীতে বলে জানা গিয়েছে৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি বিশালগড়ের ভাগ্যলক্ষ্মী জুয়েলার্স এর মালিক উৎপল করের কাছে বিক্রি করেছে৷ আর কে পুর থানার পুলিশ বিশালগড় থানার সাথে যোগযোগ করে ধৃতকে নিয়ে আজ দুপুরে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করে৷ আর কে পুর থানায় মামলার নম্বর ৬৭/১৭৷ গোপন সূত্রে খবর ভাগ্যলক্ষ্মী জুয়েলার্সের মালিক উৎপল কর চোরচক্রের সাথে জড়িত৷ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার তিনি কেনাবেচা করে৷ তার এই কুকর্ম সম্পর্কে বিশালগড়বাসীর অজানা নয়৷ বর্তমানে উৎপল কর পালিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷