BRAKING NEWS

ফিলিপাইন্সে ৬.৮ তীব্রতার ভূকম্পন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বহুতল

ম্যানিলা, ২৯ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্স| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮| জোরালো ভূকম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বহুতল| জারি করা হয়েছে সুনামি সতর্কতাও| ভূকম্পনে জেরে এখনও পর্যন্ত দু’জনের আহত হওয়ার খবর মিলেছে| আহতদের মধ্যে একজন হলেন অন্তঃসত্ত্বা মহিলা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪.২৩ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ফিলিপাইন্সে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মাইন্দানাও আইল্যান্ড থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) গভীরতায়| ভূকম্পনের পরই সুনামি সতর্কতা জারি করা হয়| অবশ্য ঘন্টা দুয়েক পরেই সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়|

ফিলিপাইন ইন্সটিটিউট অফ ভলকানিয়ান এবং সিসমোলজি অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২| ভূকম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর| ভোরে জোরালো কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন| এখনও পর্যন্ত দু’জনের আহত হওয়ার খবর মিলেছে| উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *