BRAKING NEWS

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : তিন তালাক ইসু্যতে এবার সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন তিনি| শনিবার কন্নড় দার্শনিক বাসবেশ্বর রাওয়ের জন্মদিন উপলক্ষে বিজ্ঞান ভবনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তিন তালাককে যেন রাজনৈতিক ইসু্য না তৈরি করে দেওয়া হয়| মুসলিম মহিলাদের প্রতি এই আবেদন জানান তিনি| মুসলিম সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রী আবেদন, তিন তালাকের মতো বিষয়টিকে রাজনীতির বাইরে রাখুন তাঁদের| বরং এগিয়ে এসে এই সমস্যার সমাধান করার আর্জি জানান তিনি| তিন তালাকের অপব্যবহারের শিকার মহিলাদের সমাজ সংস্কারকদের উদ্ধার করা উচিত বলে তিনি মনে করেন| এদিন ৪০ মিনিটের বক্তব্যে তিন তালাকের পাশাপাশি নারীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের জন্য সমতা ও সুশাসনের ব্যবস্থা করার পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী মোদী|

তিন তালাক নিয়ে ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত দেশ| মার্চেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের জানান, ১১ থেকে ১৯ মে-র মধ্যেই তিন তালাক নিয়ে চূড়ান্ত শুনানি হবে| প্রয়োজনে শনি ও রবিবার ছুটির দিনেও এই মামলার শুনানি হতে পারে| এমনকী, গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির জন্য আদালতের গরমের ছুটিও বাতিল করা হতে পারে বলেও জানান তিনি| তবে শরিয়ত আইনের কথা উল্লেখ করে তিন তালাকের পক্ষে সওয়াল করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড| কিন্তু মুসলিম মহিলাদের একটি বড় অংশ তিন তালাক প্রথাকে বেআইনি বলে দাবি করে|

এদিকে তিন তালাক নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই| তিন তালাক প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অভিনেতা সইফ আলি খানের মতো ব্যক্তিত্বরাও এই প্রথা রদের পক্ষে সওয়াল করেছেন| প্রধানমন্ত্রী আগেও এই বিষয়ে মুসলিম মহিলাদের পাশেই দাঁড়িয়েছেন| সন্তান কোলে নিয়ে মোদীর দরবারে কয়েকদিন আগেও হাজির হয়েছিলেন বিবি রুখসার| তাঁর স্বামী তাঁকে ফোনে তালাক দিয়েছেন বলে তিনি জানান| বিবি রুখসারের মত আরও অনেক মুসলিম মহিলারাই অনেক সমস্যায় পড়েছেন| কেউ ই-মেলে তালাক পেেছেন, আবার কেউ এসএমএসে| এবার সেই সমস্ত ঘটনার বিরুদ্ধেই মুখ খুলে মোদী বলেছেন, সমাজকে জেগে উঠতে হবে| তিনি আরও জানান, মুসলিম মহিলাদেরকে এইভাবে শোষণ করা যাবেনা|

তবে মুসলমান ধর্ম প্রচারকদের দাবি, এই তালাকের বিষয়টি শরিয়ত আইনে উল্লেখ আছে| এখন এই তালাকের প্রক্রিয়া যাতে তুলে দেওয়া যায়, সেটা নিয়ে আদালতের কাছে দ্বারস্থ হয় মুসলিম মহিলারা| কয়েক লক্ষ মুসলিম মহিলা সই সংগ্রহ করে এই ধরনের নিয়মের বিরুদ্ধে মত দিয়েছিলেন তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *