BRAKING NEWS

আজ শুরু মাধ্যমিক উচ্চমাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ সোমবার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হবে৷ প্রায় ৩৫০০ শিক্ষক আগামীকাল থেকে খাতা দেখবেন৷ তুলসীবতি, বোধজং গার্লস, উমাকান্ত, বাণিবিদ্যাপীঠ, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এবং শিশুবিহার সুকলে খাতা দেখার সেন্টার করা হয়েছে৷ এর মধ্যে তুসলীবতি সুকলে দ্বাদশের খাতা দেখা হবে৷ বাকি সেন্টারগুলিতে মাধ্যমিকের খাতা দেখা হবে৷ মধ্যশিক্ষা পর্ষদ ১৫ থেকে ১৬ দিনের মধ্যে খাতা দেখার কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে৷
পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করা হবে৷ বাকি ফলাফল মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *