BRAKING NEWS

আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : আমলাদের কাজের ধরন এবং মানসিকতায় বদল আনতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শুক্রবার সিভিল সার্ভিস দিবসে আমলাদের উদ্দেশে তিনি বলেছেন, রাজনৈতিক সদিচ্ছার ফলে সংস্কার হতে পারে| তবে আমলরাই কাজ করেন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলেই বদল আসে| প্রথাগত পথের বাইরে গিয়ে আমলাদের একটি দল হিসেবে কাজ করে সংস্কার বাস্তবায়িত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী|
তাঁর মতে, আমলাদের অভিজ্ঞতা যদি কাজের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁদের নিজেদের বদল করার কথা ভাবা উচিত| ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমলারা যে আচরণের শিক্ষা পেয়েছেন, সেটা এখনও সমস্যা সৃষ্টি করছে| এক্ষেত্রে বদল দরকার| মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের সাহায্য করার জন্য আমলাদের সোশ্যাল মিডিয়া, ই-গভর্ন্যান্স ও মোবাইল গভর্ন্যান্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন|
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, সরকারি দফতর একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে| সেই বিবাদের মীমাংসার জন্য আদালতে গিয়েছে| প্রধানমন্ত্রীর মতে বিভিন্ন দফতরের ইগো এর জন্য দায়ী| আর এরজন্য বিচারবিভাগের ওপর চাপ পড়ে| আর সিদ্ধান্ত গ্রহণে অযথা দেরি হয়| আমলা মহলে ঊর্ধ্বতনঅধস্তনের বিরাট ফারাক রয়েছে| সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগুলো অন্তরায় হয়ে ওঠে|
তিনি বলেন, যে কোনও প্রয়োজনে সরকারের ওপর মানুষের নির্ভরশীলতা কমেছে| এই পরিবর্তনের সঙ্গে নিজেদের বদলানো দরকার| এর সঙ্গে দরকার রাজনৈতিক সদিচ্ছা| এরপরই তিনি দাবি করেন, সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার| আমার সেটার অভাব নেই| হয়তো একটু বেশিই আছে| নরেন্দ্র মোদী| আজ আমাদের সবাইকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে বলে জানান প্রধানমন্ত্রী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *