BRAKING NEWS

বিএসপিতে পরিবারতন্ত্র, দলের সহ সভাপতি হলেন মায়াবতীর ভাই আনন্দ কুমার

লখনউ, ১৪ এপ্রিল (হি.স.) : অবশেষে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তেও কায়েম হচ্ছে পরিবারতন্ত্র| এতদিন পরিবারের কাউকে প্রত্যক্ষ রাজনীতিতে আনেননি বেহেনজি| এবার ভাই আনন্দ কুমারকে দলের সহ সভাপতি করে দিলেন| গুরুত্বের বিচারে দলে তাঁর পরেই স্থান হচ্ছে ভাই আনন্দ কুমারের| তবে পাশাপাশি কিছু শর্তও দিয়ে রাখলেন| তাঁর শর্ত, আনন্দ কুমারকে কখনই সাংসদ, বিধায়ক বা মুখ্যমন্ত্রী করা হবে না| ভোটের রাজনীতি থেকে দূরেই রাখা হবে ভাইকে| তিনি শুধু সাংগঠনিক ব্যাপারেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন|
সূত্রের দাবি, এটা আসলে পরিবারতন্ত্রের প্রথম ধাপ| মায়ার ভাইকে মানতে অনেক বর্ষীয়াণ নেতার আপত্তি হতে পারত| তাই আগাম ঘোষণা করে দিলেন, ভাই কখনও ভোটে দাঁড়াবে না| যেন ভাইয়ের অন্তর্ভূক্তি নিয়ে দলে অসন্তোষ না তৈরি না হয়| তবে বহু রাজনৈতিক দলের দেশ ভারতে একাধিক রাজনৈতিক দলেই কায়েম রয়েছে পরিবারতন্ত্র| সেই তালিকায় সামিল হল মায়াবতীর দল বিএসপিও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *