BRAKING NEWS

এনডিএ জোটে আরও গুরুত্ব চায় শিবসেনা, অমিত শাহকে জানালেন উদ্ধব ঠাকরে

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : এনডিএ জোটে আরও গুরুত্ব চায় শিবসেনা| রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার আগে বড় শরিক বিজেপিকে শিবসেনাকে জানাতে হবে কাকে প্রার্থী করা হচ্ছে| তাছাড়া কেন্দ্রে ও মহারাষ্ট্রে মন্ত্রী পদ দেওয়া হোক শিবসেনাকে | বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এমনটাই জানালেন সেনা নায়ক উদ্ধব ঠাকরে|

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন| তার আগে শিবসেনার সঙ্গে প্রাথমিক আলোচনা চেয়েছিলেন অমিত শাহ| উদ্ধব সাফ জানিয়ে দেন, হঠাত্ করে কারও নাম ঘোষণা হয়ে গেল, আর আমাদের তা সমর্থন করতে হবে, এমনটা যেন না হয়| কাকে প্রার্থী করতে চাইছেন, তা নিয়ে আগে আলোচনা হোক| শরিকদের সঙ্গে আলোচনার আগে সেই নাম ঘোষণার অর্থ হল শরিকদের অসম্মান করা| সেক্ষেত্রে আমাদের অন্য কিছু ভাবতে হবে|

এছাড়াও উদ্ধব ঠাকরে বিজেপির উপর আরও কয়েকটি শর্ত চাপিয়েছেন বলে জানা গেছে, সেগুলি হল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিবসেনাকে আরও গুরুত্ব দিতে হবে| সেখান থেকে মন্ত্রী নিতে হবে| মহারাষ্ট্রেও শিবসেনার মন্ত্রী বাড়াতে হবে| শিবসেনাসূত্রের দাবি, অমিত শাহ বিষয়টি নিয়ে দলে আলোচনা করবেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *