BRAKING NEWS

আনোয়ারার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবীতে থানায় ধর্না সহপাঠীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা

মহিলা পলিট্যাকনিকের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে সহপাঠীরা মঙ্গলবার আগরতলা পশ্চিম থানায় ধর্না প্রদর্শন করেছে৷ ছবি নিজস্ব৷

মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় মেমোরেন্ডাম জমা দিয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷ মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনোয়ারা চৌধুরী (১৬) রবিবার রাতে মারা যায়৷ তার সহপাঠীদের অভিযোগ আনোয়ারার দেহ পুলিশকে না জানিয়ে এবং ময়না তদন্ত না করিয়ে কবর দেওয়া হয়৷ এই ঘটনায় তাদের ধারণা এই মৃত্যুর পেছনে কোন অপরাধমূলক বিষয় যুক্ত রয়েছে৷ সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিকই ছিল আনোয়ারা৷ রাতের দিকে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে থেকে তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, রহস্যজনক বিষয় হল হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ পরদিন তার মৃত্যু হয় এবং মৃত্যু সংক্রান্ত সংবাদ খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর সহপাঠীরা জানতে পারে৷ তারপরই তাদের মনে প্রশ্ণ উঠতে শুরু করে এবং সন্দেহ হয় আনোয়ারার মৃত্যুর পেছনে কোন রহস্য রয়েছে৷ সহপাঠীরা জানিয়েছে, আনোয়ারার মা নেই৷ মামার বাড়িতে থেকে পড়াশোনা করত৷ মামার বাড়ির লোকদের বক্তব্য সে, বাইরে থেকে ফাস্ট ফুড খেয়ে বাড়িতে এসেছিল৷ খাদ্যে বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, প্রতিবেশীদের অনেকেই অভিমত ব্যক্ত করেছেন যে আনোয়ারাকে যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে দেখে সন্দেহ হয়েছিল৷
প্রাণচঞ্চল আনোয়ারা সবার সাথে বন্ধুসুলভ আচরণই করত৷ তার এই মৃত্যুকে কোন ভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছে না সহপাঠীরা৷ তাই তারা সুষ্ঠু তদন্তের দাবীতে থানায় ডেপুটেশন দিয়েছে৷ এদিকে, সদরের এসডিপিও জানিয়েছেন বিষয়টি পশ্চিম আগরতলা থানার অধীন নয়৷ তিনি ডেপুটেশন নিয়েছেন এবং দাবী সংক্রান্ত বিষয়টি এ ডি নগর থানায় পাঠিয়ে দেবেন ব্যবস্থা গ্রহণের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *