BRAKING NEWS

অজ্ঞাত রোগের প্রকোপ, বঙাইগাঁও-সিদলি হাতপাতালে ১২

চিরাং (অসম), ১২ এপ্রিল, (হি.স.) : কোনও অজ্ঞাত রোগের শিকার হয়ে চিরাং জেলার নোমালপুর গ্রামে শিশু-সহ ১২ জনকে সিদলি প্রথামিক চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয়েছে। এদের মধ্যে সংকটজনক অবস্থায় তিনজনকে নিকটবর্তী বঙাইগাঁওয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিদলি হাসপাতাল সূত্রের জানা গেছে, গতকাল সকাল এবং রাত থেকে এই সব রোগীরা অনর্গল বমি করে চলেছেন। সঙ্গে রয়েছে জ্বরের প্রকোপ। অপরিস্রুত পানীয় জলের ফলে এমন রোগের কারণ বলে মনে করছেন ডাক্তাররা। ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তার সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না তাঁরা। তবে রোগের লক্ষণ ও উপসর্গ দেখে সে অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে হলে জানিয়েছেন ডাক্তাররা।

এখানে উল্লেখ করা যেতে পারে, সংশ্লিষ্ট গ্রামে সবেধন নীলমণি একটি কুয়া। এই কুয়ার জল খাওয়া থেকে শুরু করে শৌচ, কাপড় কাচা ইত্যাদি কাজ সম্পন্ন করেন গ্রামের বাসিন্দারা। ডাক্তাররা এই কুয়ার জল সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *