BRAKING NEWS

দেড় বছরের মধ্যে তিন তালাক প্রথা তুলে দেওয়া হবে : মুসলিম ল বোর্ড

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : সরকারের হস্তক্ষেপের দরকার নেই দেড় বছরের মধ্যে তিন তালাক প্রথা তুলে দেওয়া হবে । এমনই আশ্বাস দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের সহ সভাপতি সৈয়দ সাদিক এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ল বোর্ডই যখন এই প্রথা তুলে দেওয়ার কথা ভাবছে, তখন আরসরকারের হস্তক্ষেপের দরকার নেই । তবে মুসলিম সমাজের স্বঘোষিত অধিকার রক্ষক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কীসের ভিত্তিতে এই প্রথা তুলে দিতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কারন দুদিন আগেই ল বোর্ড দাবি করেছিল, মুসলিমদের মধ্যে ডিভোর্সের হার রীতিমত কম, সাড়ে তিন কোটি মুসলমান মহিলা নাকি শরিয়ত ও তিন তালাকের পক্ষে মতপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, সোমবারই কেন্দ্র শীর্ষ আদালতে লিখিতভাবে জানিয়েছে, তিন তালাক, বহুবিবাহ ও নিকাহ হালালা সংবিধান কথিত লিঙ্গ সমতার পরিপন্থী। সুপ্রিম কোর্টে শেষ শুনানিতেও বোর্ড দাবি করে, এই তিনটি প্রথাই ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ। যদি তিন তালাক উঠিয়ে দেওয়া হয়, তাহলে ইসলামই বিলুপ্ত হয়ে যাবে। এরপর মুসলিম পার্সোনাল ল বোর্ডের আশ্বাস নিয়ে সংশয় থেকেই যায় বলেই মত সংশ্লিষ্ট মহলের।
উল্লেখযোগ্য, গোটা দেশের ১০লাখের বেশি মুসলিম দাবি করেছেন, তিন তালাক বন্ধ করতে হবে। এঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। অনেক মহিলা আবার সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন এই প্রথান অবসান চেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *