কল্যাণপুরে অগ্ণিদগ্দ হয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ এপ্রিল৷৷ অগ্ণিদগ্দ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে কল্যাণপুরে৷ মৃত ব্যক্তির নাম বাবুল মজুমদার৷ বয়স আনুমানিক ৫০ বছর৷ পেশায় দিনমজুর৷ রবিবার দুপুরে তিনি অগ্ণিদগ্দ হন৷ প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
সংবাদে প্রকাশ, কল্যাণপুর পঞ্চায়েত সংলগ্ণ এলাকার বাসিন্দা বাবুল মজুমদার নাকি নিজ বাড়িতেই অগ্ণিদগ্দ হয়েছেন৷ এই খবর স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গেই কল্যাণপুর ফায়ার সার্ভিস স্টেশনে দিয়েছেন৷ খবর পেয়ে স্টেশন থেকে দমকল কর্মীরা গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ে৷ একশ মিটার দূরে পৌঁছতেই ফায়ার সার্ভিসের গাড়ি বিকল হয়ে যায়৷ কাল বিলম্ব না করে দমকল কর্মীরা দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছে৷ গুরুতর অসুস্থ অবস্থায় বাবুল মজুমদারকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জি বি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক৷ এদিকে, ফায়ার সার্ভিসের মতো জরুরী পরিষেবার ক্ষেত্রে গাড়ি বিকল হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন৷ নিয়মিচ চ্যাকিং করা উচিৎ ছিল গাড়ি চলার মতো অবস্থায় থাকে কি না৷ যদিও এদিন ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ক্ষোভে আছড়ে পড়েনি৷ কারণ, দেখা গিয়েছে গাড়ি বিকল হয়ে যাওয়ার পরও দমকল কর্মীরা দায়িত্ব কর্তব্যের প্রতি যে নি,ঠা রয়েছে সেজন্য তাঁরা গাড়ি মেরামতির অপেক্ষা না করে দৌঁড়ে ঘটনাস্থল পৌঁছে এবং াগ্ণিদগ্দ বাবুল মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে পেঁছে দিয়েছেন৷ এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ বাবুল মজুমদার কি আত্মহত্যা করেছেন নিজে গায়ে আগুন দিয়ে, নাকি অন্য কোন ভাবে তাকে অগ্ণিদগ্দ করা হয়েছে৷ তা তদন্ত করে দেখছে পুলিশ৷