BRAKING NEWS

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিস্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, মোদি ও হাসিনার উপস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি মউ সাক্ষরিত

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ৮ এপ্রিল৷৷ তিস্তা ইস্যুতে খুব শীঘ্রই সমস্ত জটিলতার অবসান হবে বলে আশা ব্যক্ত

শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী কলকাতা-খুলনা রেল পরিষেবার সূচনা করেন৷

করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, একমাত্র তাঁর সরকার এবং বাংলাদেশের শেখ হাসিনার সরকার খুব দ্রুতই তিস্তা জলবন্টন নিয়ে সমস্যার সমাধান করতে পারবে৷ ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানিয়েছেন৷
তিনি জানান, ভারত ও বাংলাদেশের উভয়দিকে জনগণের কথা মাথায় রেখেই তিস্তা জলবন্টন চুক্তি করা হবে৷ তিনি আরও বলেন, তিস্তা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যু৷ দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এই তিস্তা অনেকটা মাইনে রাখে বলে দাবি করেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, যদিও এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাও নেহাত কম নয়৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ইঙ্গিত করে মোদি বলেন মমতা বাংলাদেশের জনগণের সমৃদ্ধি চান৷ সেই সাথে তাঁর রাজ্যের জনগণের কথাও তিনি ভাবছেন৷ মোদি আশ্বাস দিয়েছেন দুই দেশের জনগণের স্বার্থ সুরক্ষিত থাকবে৷ মোদি আরও বলেন, তিনি ভারত চায় বাংলাদেশের সমৃদ্ধি৷ সেই সাথে সেই দেশের জনগণের আর্থ সামাজিক মানোন্নয়নও৷ তিনি বলেন, দুই দেশ উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করে আসছে দীর্ঘ সময় ধরে৷ ভারত চায় আরও কিছু বিষয়ে দুই দেশের মধ্যে সৌহার্দ্যতা আরও বেড়ে উঠুক৷ বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের যুব সম্প্রদায়কে আরও বেশী দক্ষ করে তোলা৷ ইলেক্ট্রনিক্স, তথ্য প্রযুক্তি, সাইবার সিকিওরিটি, মহাকাশ গবেষণা, সিভিল নিউক্লিয়ার এনার্জির মতো বিষয়গুলিতে দুই দেশের মধ্যে একজোট হয়ে কাজ করার উপর মোদি গুরুত্বারোপ করেছেন৷
তিনি জানান, বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ৫০০ মিলিয়ন ডলার লাইন অফ ক্রেডিট দিয়েছে৷ তাছাড়াও আরও ৪৫ বিলিয়ন ডলার অগ্রাধিকার ক্ষেত্রে প্রকল্প রূপায়নের জন্য দেওয়া হয়েছে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ইতিমধ্যেই ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হচ্ছে৷ তারপর আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে ভারত৷ আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পাইপ লাইনে নুমালিগড় থেকে পার্বতিপুর পর্যন্ত ডিজেল আনা হবে৷ বাস এবং রেল যোগাযোগে শুরু হয়েছে কলকাতা -খুলনার মধ্যে এবং রাধিকাপুর- বাইরুল এর মধ্যে৷
শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনার পর এদিনই দুদেশের মধ্যে ২২টি মউ সাক্ষরিত হয়েছে৷ যার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি এবং প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি চুক্তি রয়েছে৷ যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারত সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ এজন্য ভারতীয় শিল্প সংস্থার সঙ্গে সাহায্যের কথাও বলেন৷ এছাড়া সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সঙ্গে কাজ করার কথাও বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দুদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে বাংলার রাধিকাপুর থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত নতুন বাস পরিষেবার উদ্বোধন করলেন৷ কলকাতা খুলনা প্যাসেঞ্জার ট্রেন রুটের উদ্বোধনেও করা হল৷ প্রায় ৭০ বছরের ব্যবধানে ফের একবার ভারত-বাংলাদেশে ট্রেন পরিষেবা চালু হল৷ প্রধানমন্ত্রী হাসিনার চারদিনের ভারত সফরের আজ দ্বিতীয় দিন৷ দিনের দুই প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ যদিও এদিন তিস্তা চুক্তি সাক্ষরিত হয়নি৷ প্রধানমন্ত্রী বলেন, আমি জানি বাংলাদেশ সম্পর্কে আমার যে উষ্ণ মনোভাব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়৷ তিস্তা নিয়ে আমাদের প্রচেষ্টার ঘাটতি হবে না আশ্বাস দিচ্ছি বাংলাদেশের মানুষকে৷ খুব শীঘ্রই কোনও সমাধানসূত্র পাওয়া যাবে৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তিস্তা চুক্তি ভীষণ গুরুত্বপূর্ণ৷ দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি ও তা আরও দৃঢ় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান তিনি৷ তিস্তা জল বন্টন নিয়ে শীঘ্রই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ দিল্লির যৌথ সাংবাদিক বৈঠক করেন দুদেশের প্রধানমন্ত্রী৷ তিনি আরও বলেন, তিস্তা যেমন ভারতের কাছে গুরুত্বপূর্ণ তেমনই বাংলাদেশের কাছ্যে গুরুত্বপূর্ণ৷ আশা করি, খুব শীঘ্রই রফাসূত্র মিলবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিস্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *