BRAKING NEWS

আইন করে দেশ জুড়ে গোহত্যা বন্ধ করার ডাক দিলেন মোহন ভাগবত

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : দেশ জুড়ে গোহত্যা বন্ধ করার ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধানপ্রধান মোহন ভাগবত। রবিবার দিল্লিতে মহাবীর জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, গোহত্যা নিষিদ্ধ করতে সারা দেশে আইন লাগু হওয়া জরুরি। তবে তাঁর মতে গো রক্ষার নামে হিংসা কখনওই কাম্য নয়। আইন মানা উচিত সব সময়।

সম্প্রতি রাজস্থানের আলোয়ারে গো রক্ষকদের হাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। গরু চোরাচালানের অভিযোগে ওই ব্যক্তিকে গো রক্ষকরা হত্যা করেছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে বলতে গিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, গো রক্ষার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেবে সেটা কখনওই কাম্য নয়। আইনের আওতায় থেকেই যা করার করা উচিত।একইসঙ্গে তাঁর দাবি, গোটা দেশে গোহত্যা বিরোধী আইন কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার রাজ্যজুড়ে বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছে। গোহত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন। গুজরাট সরকারও জানিয়ে দিয়েছে, গোহত্যা রুখতে আরও কঠোর সাজা চালু করতে চলেছে তারা। যদিও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অবশ্য গোমাংস ভক্ষণ নিষিদ্ধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *