BRAKING NEWS

অমিত শাহের নির্দেশে রাজ্যে ঘাঁটি গড়ে তুলবে বিজেপির সাংসদরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র নির্দেশে দলীয় সাংসদরা ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসবেন৷ আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তলের রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলীয় সাংসদদের ত্রিপুরার বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা করার জন্য নির্দেশ দিয়েছে৷ তাঁর নির্দেশে দলীয় সাংসদরা নির্বাচন পর্যন্ত ত্রিপুরাতে অবস্থান করবেন৷ বিপ্লববাবুর বক্তব্য, রাজ্যে বামফ্রন্ট সরকারের পরিবর্তনে বিজেপি সমস্ত রকম চেষ্টা করবে৷ দলের হাইকমান্ড থেকে শুরু করে দলীয় সাংসদরা প্রত্যেকেই এরাজ্যে পরিবর্তনের লক্ষ্যে ঝাঁপাবেন৷ বামফ্রন্টের হাত থেকে ত্রিপুরাবাসীর মুক্তির জন্য বিজেপি কোন খামতি রাখবে না৷
এদিকে, ত্রিপুরার সমস্যাগুলিও সংসদে উত্থাপন করার জন্য বিজেপি সাংসদের নির্দেশ দিয়েছেন দলের সর্ভাভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিপ্লববাবু জানান, ১০৩২৩ শিক্ষকের চাকুরীচ্যুতির বিষয়টি লোকসভায় উত্থাপন করেছেন দলীয় সাংসদ ডঃ বিনয় সহস্র বুদ্ধি৷ এনিয়ে জোরালো আলোচনাও হয়েছে৷ একই সঙ্গে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতন সংক্রান্ত বিষয় লোকসভায় উত্থাপন করেছেন সাংসদ পুনম মহাজন৷ যদিও বাম সাংসদরা অপব্যখ্যা দিয়ে অভিযোগ খন্ডনের চেষ্টা করেছেন৷
এদিন তিনি জানিয়েছেন, ইতিমধ্যে কয়েকজন সাংসদ তাঁর সাথে যোগাযোগ করেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী খগন সিং কোলাস্তে আগামী ৬ মে রাজ্যে আসবেন৷ অন্যদিকে আজ রাজ্যে এসেছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *