BRAKING NEWS

রবীন্দ্র গায়কোয়াড়ের উপর থেকে বিমানে ওঠার নিষেধাজ্ঞা তুলে নিল এফআইএ

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের উপর থেকে বিমানে ওঠার নিষেধাজ্ঞা তুলে নিল

রবীন্দ্র গায়কোয়াড়

ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স| একদিন আগেই রবীন্দ্র গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এয়ার ইন্ডিয়া| সেই দেখাদেখি এই সাংসদের উপর থেকে এবার বিধিনিষেধ তুলে নিল জেট এয়ারওয়েজ, স্পাইসজেট, গোএয়ার এবং ইন্ডিগো| ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রবীন্দ্র গায়কোয়াড়ের উপর থেকে বিমানে ওঠার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে|
উল্লেখ্য, গত ২৩ মার্চ এয়ার ইন্ডিয়ার এক বর্ষীয়ান কর্মীকে দিল্লি বিমানবন্দরে মারধর করেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়| সূত্রের খবর, গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ বাড়াচ্ছিল শিবসেনা| বিমানমন্ত্রী অশোক গজপতি রাজুর কাছ থেকে লিখিত নির্দেশ পাওয়ার পর শুক্রবার গায়কোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এয়ার ইন্ডিয়া| সেই দেখাদেখি গায়কোয়াড়ের উপর থেকে এবার বিধিনিষেধ তুলে নিল জেট এয়ারওয়েজ, স্পাইসজেট, গোএয়ার এবং ইন্ডিগো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *